পঞ্চম দিনের শুরুটাই হয়েছিল সাততাড়াতাড়ি পন্থের ফিরে যাওয়া দিয়ে। তখন ভারত ১৯৪/৭। কিছুক্ষণ পরেই স্কোর দাঁড়ায় ২০৯/৮-এ। ভারতীয় ইনিংস দ্রুত খতম হয়ে যাবে, এমনটাই ভেবে সবাই নড়েচড়ে বসেছিলেন। তবে কে ভেবেছিল যে শেষ দু উইকেট দখল করতে ইংল্যান্ডের কালঘাম ছুটে যাবে। সেখান থেকে ঐতিহাসিকভাবে লাঞ্চে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে ফেলবেন বুমরা-শামি জুটি। লাঞ্চে খেলা বন্ধ থাকার সময় ভারত ২৮৬/৮। লাঞ্চের পর ইংরেজদের অস্বস্তি বাড়িয়ে ভারত ইনিংসে ডিক্লেয়ার করল ২৯৮/৮-এ। ২৭১ রানের লিড নিয়ে। শামি কেরিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে অপরাজিত ৫২ রানে। অন্যদিকে, বুমরা ৩০ রানে ব্যাট করছেন।
খেলার যা পরিস্থিতি তাতে ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে। জিততে হলে ইংল্যান্ডকে ২৭২ রান তুলতে শেষ দুই সেশনে। অন্যদিকে ভারতকে আবার তুলতে হবে বিপক্ষের ১০ উইকেট।