/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/image-2021-08-16T170135.716_copy_1200x676.jpg)
ভারত: ৩৬৪/১০ এবং ২৯৮/৮ (ডিক্লেয়ার)
ইংল্যান্ড: ৩৯১/১০
বেনজির। অবিশ্বাস্য। কোহলি, রোহিতদের ব্যর্থতার মঞ্চেই এবার ফুল ফোটালেন মজম্মদ শামি। লর্ডসের পঞ্চম দিনে কেরিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে গেলেন তিনি। সঙ্গী হলেন জসপ্রীত বুমরাও।
পঞ্চম দিনের শুরুটাই হয়েছিল সাততাড়াতাড়ি পন্থের ফিরে যাওয়া দিয়ে। তখন ভারত ১৯৪/৭। কিছুক্ষণ পরেই স্কোর দাঁড়ায় ২০৯/৮-এ। ভারতীয় ইনিংস দ্রুত খতম হয়ে যাবে, এমনটাই ভেবে সবাই নড়েচড়ে বসেছিলেন। তবে কে ভেবেছিল যে শেষ দু উইকেট দখল করতে ইংল্যান্ডের কালঘাম ছুটে যাবে। সেখান থেকে ঐতিহাসিকভাবে লাঞ্চে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে ফেলবেন বুমরা-শামি জুটি। লাঞ্চে খেলা বন্ধ থাকার সময় ভারত ২৮৬/৮। লাঞ্চের পর ইংরেজদের অস্বস্তি বাড়িয়ে ভারত ইনিংসে ডিক্লেয়ার করল ২৯৮/৮-এ। ২৭১ রানের লিড নিয়ে। শামি কেরিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে অপরাজিত ৫২ রানে। অন্যদিকে, বুমরা ৩০ রানে ব্যাট করছেন।
আরও পড়ুন: ব্যাট হাতে টানা সুপারফ্লপ! কোহলিকে ঝাঁঝালো পরামর্শ এবার গাভাসকারের
হাফসেঞ্চুরিতে পৌঁছতে শামি পরপর দু-বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকালেন। তারপরে অদ্ভুতভাবে হেলমেট খুলে সেলিব্রেশনে মাতলেন তিনি। শেষ পর্যন্ত ৫৬ রানে অপরাজিত রইলেন শামি, বুমরা ৩৪-এ। এটাই শামির টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ স্কোর। এর আগে সেরা টেস্ট স্কোর ছিল ৫১। ২০১৪-য় ট্রেন্টব্রিজে হাফসেঞ্চুরি করেছিলেন।
A partnership to remember for ages for @Jaspritbumrah93 & @MdShami11 on the field and a rousing welcome back to the dressing room from #TeamIndia.
What a moment this at Lord's 👏👏👏#ENGvINDpic.twitter.com/biRa32CDTt— BCCI (@BCCI) August 16, 2021
Sensational Shami notches up 5⃣0⃣! 👏 👏
Outstanding knock this has been as #TeamIndia's lead surpasses 250. 👌 👌 #ENGvIND
Follow the match 👉 https://t.co/KGM2YELLdepic.twitter.com/KzxTw4nnoa— BCCI (@BCCI) August 16, 2021
অন্যদিকে, বুমরাকে একবার জীবন দেন ক্যাপ্টেন জো রুট। ২২ রানের মাথায় বুমরার ক্যাচ ফেলেন রুট। এতে লর্ডসের দীর্ঘশ্বাস আরও বাড়ে।
আরও পড়ুন: একের পর এক ভুল সিদ্ধান্ত! কোহলিকে সরিয়ে পন্থকে দায়িত্বে চাইছেন ক্ষিপ্ত গাভাসকার
খেলার যা পরিস্থিতি তাতে ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে। জিততে হলে ইংল্যান্ডকে ২৭২ রান তুলতে শেষ দুই সেশনে। অন্যদিকে ভারতকে আবার তুলতে হবে বিপক্ষের ১০ উইকেট।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন