Advertisment

বুমরা-শামির ব্যাটে ব্লকবাস্টার থ্রিলার! কোহলিদের দেখালেন কীভাবে ব্যাটিং করতে হয়

India vs England 2021: পূজারা-রাহানের পার্টনারশিপে ভারত বিপদ থেকে কিছুটা রক্ষা পেলেও শেষদিকে পরপর উইকেট হারিয়ে চাপে রয়েই গেল ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত: ৩৬৪/১০ এবং ২৯৮/৮ (ডিক্লেয়ার)
ইংল্যান্ড: ৩৯১/১০

Advertisment

বেনজির। অবিশ্বাস্য। কোহলি, রোহিতদের ব্যর্থতার মঞ্চেই এবার ফুল ফোটালেন মজম্মদ শামি। লর্ডসের পঞ্চম দিনে কেরিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে গেলেন তিনি। সঙ্গী হলেন জসপ্রীত বুমরাও।

পঞ্চম দিনের শুরুটাই হয়েছিল সাততাড়াতাড়ি পন্থের ফিরে যাওয়া দিয়ে। তখন ভারত ১৯৪/৭। কিছুক্ষণ পরেই স্কোর দাঁড়ায় ২০৯/৮-এ। ভারতীয় ইনিংস দ্রুত খতম হয়ে যাবে, এমনটাই ভেবে সবাই নড়েচড়ে বসেছিলেন। তবে কে ভেবেছিল যে শেষ দু উইকেট দখল করতে ইংল্যান্ডের কালঘাম ছুটে যাবে। সেখান থেকে ঐতিহাসিকভাবে লাঞ্চে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে ফেলবেন বুমরা-শামি জুটি। লাঞ্চে খেলা বন্ধ থাকার সময় ভারত ২৮৬/৮। লাঞ্চের পর ইংরেজদের অস্বস্তি বাড়িয়ে ভারত ইনিংসে ডিক্লেয়ার করল ২৯৮/৮-এ। ২৭১ রানের লিড নিয়ে। শামি কেরিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে অপরাজিত ৫২ রানে। অন্যদিকে, বুমরা ৩০ রানে ব্যাট করছেন।

আরও পড়ুন: ব্যাট হাতে টানা সুপারফ্লপ! কোহলিকে ঝাঁঝালো পরামর্শ এবার গাভাসকারের

হাফসেঞ্চুরিতে পৌঁছতে শামি পরপর দু-বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকালেন। তারপরে অদ্ভুতভাবে হেলমেট খুলে সেলিব্রেশনে মাতলেন তিনি। শেষ পর্যন্ত ৫৬ রানে অপরাজিত রইলেন শামি, বুমরা ৩৪-এ। এটাই শামির টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ স্কোর। এর আগে সেরা টেস্ট স্কোর ছিল ৫১। ২০১৪-য় ট্রেন্টব্রিজে হাফসেঞ্চুরি করেছিলেন।

অন্যদিকে, বুমরাকে একবার জীবন দেন ক্যাপ্টেন জো রুট। ২২ রানের মাথায় বুমরার ক্যাচ ফেলেন রুট। এতে লর্ডসের দীর্ঘশ্বাস আরও বাড়ে।

আরও পড়ুন: একের পর এক ভুল সিদ্ধান্ত! কোহলিকে সরিয়ে পন্থকে দায়িত্বে চাইছেন ক্ষিপ্ত গাভাসকার

খেলার যা পরিস্থিতি তাতে ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে। জিততে হলে ইংল্যান্ডকে ২৭২ রান তুলতে শেষ দুই সেশনে। অন্যদিকে ভারতকে আবার তুলতে হবে বিপক্ষের ১০ উইকেট।

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Cricket News Indian Cricket Team
Advertisment