ব্যর্থ রাহানে দলে, ফের ব্রাত্য অশ্বিন! কোহলির 'গোয়ার্তুমি'তে ক্ষুব্ধ ক্রিকেট মহল

India vs England 2021: ম্যাচের আগেই ক্যাপ্টেন বিরাট কোহলি বোলিং বিভাগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলেছিলেন। ওভালে কোন সিমারকে বাইরে রাখা হয়, সেদিকে নজর ছিল।

India vs England 2021: ম্যাচের আগেই ক্যাপ্টেন বিরাট কোহলি বোলিং বিভাগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলেছিলেন। ওভালে কোন সিমারকে বাইরে রাখা হয়, সেদিকে নজর ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হেডিংলেতে শোচনীয় হারের পরে বিশেষজ্ঞ মহল থেকে দুটো পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছিল। এক, রাহানের বদলে সূর্যকুমার যাদব/হনুমা বিহারিকে দেখা হোক। অথবা সপ্তম ব্যাটসম্যান নিয়ে খেলতে নামুক ভারত। দুই, অশ্বিনকে প্রথম একাদশে রাখা হোক। কারণ ওভালের পিচ যথেষ্ট স্পিন সহায়ক।

Advertisment

ওভাল টেস্টের দল নির্বাচন প্রকাশ্যে আসার পরে অবশ্য দেখা গেল। দুটোর কোনওটাই মানা হয়নি। অশ্বিন বাইরে যথারীতি। পরিবর্তন বলতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বাইরে রাখা হয়েছে মহম্মদ শামিকে। বদলে ঢুকেছেন উমেশ যাদব। ইশান্ত শর্মাকে বাদ দিয়ে দলে ফের ঢুকেছেন শার্দুল ঠাকুর।

বাদ বাকি ব্যাটিং অর্ডার যথারীতি অপরিবর্তিত রয়েছে। বারবার ব্যর্থতায় পরেও। সূর্যকুমার যাদব, হনুমা বিহারি, পৃথ্বী শ- রিজার্ভ বেঞ্চেই ফের গরম করবেন টেস্টের চারদিন।

Advertisment

আরও পড়ুন: বিরাট-রোহিতের ঝামেলা কি জোরালো! সরাসরি এবার মুখ খুললেন শাস্ত্রী

যাইহোক, টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ইংল্যান্ডও জোড়া পরিবর্তন এনেছে। জস বাটলার এবং স্যাম কুরানকে রোটেশন নীতিতে বাইরে রাখা হয়েছে। ইংল্যান্ডের একাদশে ঢুকেছেন ক্রিস ওকস এবং অলি পোপ। ওভালের পিচে আন্ডারসন, রবিনসন, ওকসদের সফলভাবে মোকাবিলা করতে পারে কিনা ভারত, সেটাই এখন দেখার।

টসে হেরে কোহলি বলে দিলেন, "ইংল্যান্ড দলে চারজন বাঁ হাতি রয়েছে। তাই জাদেজাকে রাখা হল। তাছাড়া ৭ নম্বর পজিশনে ব্যাটিংও করতে পারবে। ওপেনিং পার্টনারশিপ দারুন খেলছে চলতি সিরিজে। এই টুরের মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে। সিরিজ দুর্ধর্ষ জায়গায় দাঁড়িয়ে।"

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team