Advertisment

ইংল্যান্ড ওপেনারের কুকীর্তি দেখেই খাপ্পা কোহলি, সরাসরি অভিযোগ আম্পায়ারকে, দেখুন ভিডিও

India vs England 2021: বিরাট কোহলি এবার ইংল্যান্ড ওপেনারের নামে সরাসরি অভিযোগ জানালেন আম্পায়ারের কাছে। ব্যাটিং স্ট্যান্স নিয়েই যত আপত্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের চেনা আগ্রাসী মেজাজে বিরাট কোহলি। হাসিব হামিদের স্ট্যান্স নিয়ে ক্রুদ্ধ হলেন তারকা ক্রিকেটার। সরাসরি তাঁকে অভিযোগ জানাতে দেখা গেল আম্পায়ারের কাছে। ভারতের ১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ওপেনার হাসিব হামিদ পপিং ক্রিজের বাইরে গার্ড নিচ্ছিলেন। তারপরেই অসন্তুষ্ট কোহলি আম্পায়ারের দ্বারস্থ হন।

Advertisment

অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা সারতে দেখা যায় ক্যাপ্টেন কোহলিকে। হামিদের গার্ড নেওয়ায় যে তাঁর আপত্তি রয়েছে, তা সরাসরি জানিয়ে দেন। ওপেনার রোরি বার্নসের সঙ্গে ইংল্যান্ড ইনিংসের সূচনা করতে এসেছিলেন হাসিব হামিদ। তাঁকে দেখা যায় পপিং ক্রিজের বাইরে গার্ড নিয়ে বুটের স্পাইক দিয়ে সেই জায়গা ক্ষত করছেন। এমনিতে গার্ড নেওয়ার সময় বুটের স্পাইক, ব্যাট দিয়ে গার্ডের দাগ তৈরি করা খুবই স্বাভাবিক ঘটনা। তবে কোহলির আপত্তি পপিং ক্রিজের বাইরে ইচ্ছাকৃত ক্ষত তৈরি করায়।

আরও পড়ুন: শার্দূলের হাফসেঞ্চুরিও লজ্জা ঢাকতে পারল না! ফের একবার চুপসে গেলেন কোহলিরা

ইংল্যান্ড ওপেনারের গার্ড নেওয়ায় বিতর্কের ঢেউ কমেন্ট্রি বক্সেও পৌঁছে যায়। হর্ষ ভোগলে এবং অজয় জাদেজাকেও দেখা যায় নিজেদের মতামত জানাতে। নিয়ম অনুযায়ী, ব্যাটসম্যান নিজের ডেঞ্জার এরিয়ার বাইরে গার্ডের ফুটমার্ক করতে অথবা ব্যাটিং স্ট্যান্স নিতেই পারে। ডেঞ্জার এরিয়া কোনটা সেটাই বিশদে বলা হয়েছে নিয়মে। পপিং ক্রিজের ৫ ফুট পর্যন্ত ডেঞ্জার এরিয়া ধরা হয়।

হামিদের ক্ষেত্রে আম্পায়ারদের বক্তব্য তিনি মোটেই ডেঞ্জার এরিয়ায় অনুপ্রবেশ করেননি। তাই তাঁকে সরকারিভাবে সতর্কও করা হয়নি। ঘটনাচক্রে লিডস টেস্টেই আবার ঋষভ পন্থকে লাইনের বেশি নীচে ব্যাটিং গার্ড না নেওয়ার বার্তা দিয়েছিলেন আম্পায়ার। আম্পায়ারের ধারণা পন্থ সেক্ষত্রে পপিং ক্রিজের মধ্যে চলে আসছেন।

কোহলির আপত্তি খারিজ হয়ে গেলেও বেশিক্ষণ অবশ্য ক্যাপ্টেনকে চিন্তার মধ্যে রাখেননি বুমরা। ইনিংসের শুরুতেই রোরি বার্নসের সঙ্গে হামিদকেও প্যাভিলিয়নে পাঠান বুমরা। ভারত ১৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পরে ইংল্যান্ড দিনের শেষে তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৩ তুলে ফেলেছে। দুই ওপেনার রোরি বার্নস এবং হাসিব হামিদকে ফেরত পাঠান বুমরা। দিনের একদম শেষের দিকে ভারতের চিন্তা অনেকটা কমিয়ে উমেশ যাদব আউট করে দিয়েছেন ক্যাপ্টেন জো রুটকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli England Indian Cricket Team
Advertisment