Advertisment

রোহিতের দেড়শোয় ঘূর্ণি পিচে ট্রিপল হান্ড্রেড ভারতের! শেষবেলায় ঝলসালেন পন্থও

৮৬/৩ হয়ে যাওয়ার পর ভারতকে বিপদ থেকে উদ্ধার করেন রোহিত শর্মা এবং অজিঙ্ক রাহানে। শতরান পার্টনারশিপ গড়ে দলকে টানলেন দুজনেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত: ৩০০/৬ (প্রথম দিনের শেষে)

Advertisment

রোহিত শর্মার দেড়শো এবং অজিঙ্কা রাহানের হাফসেঞ্চুরিতে ভর করে ভারত চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৩০০/৬ তুলল।

প্রথম দিন থেকেই বল টার্ন করছে, বাউন্সও রয়েছে। এমন পিচে দুরন্ত ইনিংস খেলে গেলেন রোহিত শর্মা (১৬১)। বিপদের সময় তাঁকে যোগ্য সহায়তা করলেন অজিঙ্কা রাহানেও (৬৭)। দুজনের ব্যাটে ভর করেই ভারত খারাপ হতে চলা পিচে প্রথম দিনেই সুবিধাজনক স্কোর খাড়া করল।

আরো পড়ুন: বিরাট-রোহিতের সম্পর্কে কি টেনশন! এই ভিডিও জানাচ্ছে আসল সত্যি, দেখুন

টসে জিতে এদিন শুরুতে ব্যাটিং নিয়েছিল ভারত। দ্বিতীয় ওভারেই শুভমান গিলকে লেগ বিফোর করে দেন জোফ্রা আর্চারের বদলে এই টেস্টে খেলতে নামা অলি স্টোন। স্টোনের ইনসুইংগারে ঠকে যান গিল। প্রাথমিক সেই ধাক্কা কাটিয়ে পূজারার সঙ্গে জমাটি ৮৫ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন হিটম্যান। নিজেও হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন মাত্র ৪৭ রানে।

পূজারাকে ফিরিয়ে বড়সড় আঘাত হানেন প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের বোলিং নায়ক জ্যাক লিচ। বাইরে বেরিয়ে যাওয়া বলে হালকা খোঁচা দিয়ে স্লিপে দাঁড়ানো স্টোকসের হাতে ক্যাচ তুলে দেন চেপু।

পূজারা আউট হওয়ার পরের ওভারেই ফের বিপর্যয়। মঈন আলির ঘূর্ণি ধরতেই পারেননি কোহলি। মাত্র পাঁচ বল খেলে কোনো রান না করেই বিদায় নেন মহাতারকা। ৮৬/৩ হয়ে যাওয়ার পরেই ইনিংসের দায়িত্ব নেন রোহিত-রাহানে। চতুর্থ উইকেটে দুজনে যোগ করে যান ১৬২ রান। প্রাথমিক বিপদ পেরিয়ে যাওয়ার পর রোহিত এবং রাহানে পরপর দুই ওভারে ফিরে যান। কিছুক্ষণ পরে আউট হয়ে যান অশ্বিনও। তারপর ক্রিজে আপাতত ব্যাটিং করছেন পন্থ (৩৩) এবং অভিষেক হওয়া অক্ষর প্যাটেল (৫)।

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rohit Sharma England Indian Cricket Team Ajinkya Rahane
Advertisment