Advertisment

০ রানে আউট কোহলি, ব্যাটিং বিপর্যয়ের মুখে একা লড়ছেন রোহিত

প্রথম টেস্টে প্রত্যাশা পূরণ না করতে পারায় শাহবাজ নাদিম যে বাদ পড়বেন, তা জানাই ছিল। ম্যানেজমেন্টের সংশয়ে ছিল কেবল কুলদীপ নাকি হার্দিক সমীকরণ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত: ১০৬/৩ (লাঞ্চ পর্যন্ত)

Advertisment

দ্বিতীয় টেস্টের শুরুতেও ব্যাটিং বিপর্যয়ের সামনে ভারত। লাঞ্চ পর্যন্ত স্কোরবোর্ডে ১০৬ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। শুভমান গিল এবং বিরাট কোহলি রানের খাতা খোলার আগেই আউট। প্যাভিলিয়নে ফিরেছেন চেতেশ্বর পূজারাও (২১)।

ভারত আপাতত ভরসা করে রয়েছে রোহিত শর্মার ব্যাটের উপর। হিটম্যান ৮০ রানে অপরাজিত রয়েছেন ক্রিজে। ওয়ানডের মেজাজে ব্যাট করে ৭৮ বলে তুলে ফেলেছেন ৮০। নিজের ইনিংসে হিটম্যান ১৩টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। তাঁর সঙ্গী হয়েছেন অজিঙ্কা রাহানে (৫)। একটি করে উইকেট শিকার করেছেন জ্যাক লিচ, অলি স্টোন এবং মঈন আলি।

আরো পড়ুন: ফিটনেস টেস্টে ব্যর্থ ছয় ভারতীয় তারকা, বাদ পড়তে পারেন ইংল্যান্ডের বিরুদ্ধে

টসে জিতে এদিন শুরুতে ব্যাটিং নিয়েছিল ভারত। দ্বিতীয় ওভারেই শুভমান গিলকে লেগ বিফোর করে দেন জোফ্রা আর্চারের বদলে এই টেস্টে খেলতে নামা অলি স্টোন। স্টোনের ইনসুইংগারে ঠকে যান গিল। প্রাথমিক সেই ধাক্কা কাটিয়ে পূজারার সঙ্গে জমাটি ৮৫ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন হিটম্যান। নিজেও হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন।

তবে পূজারাকে ফিরিয়ে বড়সড় আঘাত হানেন প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের বোলিং নায়ক জ্যাক লিচ। বাইরে বেরিয়ে যাওয়া বলে হালকা খোঁচা দিয়ে স্লিপে দাঁড়ানো স্টোকসের হাতে ক্যাচ তুলে দেন চেপু।

পূজারা আউট হওয়ার পরের ওভারেই ফের বিপর্যয়। মঈন আলির ঘূর্ণি ধরতেই পারেননি কোহলি। মাত্র পাঁচ বল খেলে কোনো রান না করেই বিদায় নেন মহাতারকা। ৮৬/৩ হয়ে যাওয়ার পরেই ইনিংসের ভার আপাতত রোহিত-রাহানের হাতে।

তার আগে এদিন দলে সুযোগ জোটে কুলদীপ যাদবের। আড়াই বছরের বেশি জাতীয় টেস্ট দলে ব্রাত্য থাকার পর চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে নেওয়া হয় চায়নাম্যান কুলদীপ যাদবকে। সেই সঙ্গে অন্তর্ভুক্তি ঘটল অক্ষর প্যাটেলেরও।

এদিন সকালেই টস এবং টিম ঘোষণা হওয়ার আগেই টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয় অক্ষর প্যাটেলের হাতে। ৩০২ নম্বর তারকা হিসাবে জাতীয় দলে সুযোগ দেওয়া হল তাঁকে। পাশাপাশি বিশ্রামে পাঠানো হয়েছে জসপ্রীত বুমরাকেও। তাঁর বদলে দ্বিতীয় টেস্টে খেলছেন মহম্মদ সিরাজ। 

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team
Advertisment