প্রথম সেশনে কর্তৃত্ব দেখিয়ে দিল টিম ইন্ডিয়া। স্কোরবোর্ডে ৬৭ রান তুলতেই জোড়া উইকেট হারাল ইংল্যান্ড। এই প্ৰথমবার দেশের মাটিতে টেস্ট খেলতে নামলেন জসপ্রীত বুমরা। দেশের মাটিতে অভিষেক টেস্টেই কামাল দেখালেন বুমরা।
শার্প ইনসুইঙ্গারে লেগ বিফোর করলেন জ্যাক ক্রলির পরিবর্তে তিন নম্বরে ব্যাট করতে নামা ড্যান লরেন্সকে। তার আগে অবশ্য ভারতকে প্রথম উইকেটের সন্ধান দিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ফেরান ইংরেজ ওপেনার রোরি বার্নসকে।
আরো পড়ুন: টেস্ট শুরুর সকালেই দুসংবাদ, চোট পেয়ে বাইরে টিম ইন্ডিয়ার তারকা
চিপকে টিকে গিয়েছিলেন বার্নস। ৩৩ রানে ব্যাটিং করছিলেন। তবে অশ্বিনের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে বিপাকে পড়েন তিনি। তার আগে প্রথম উইকেটে বার্নস এবং ডম সিবলে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন। তবে সেশনের শেষবেলায় পরপর জোড়া উইকেট হারিয়ে কর্তৃত্ব ছিনিয়ে নেয় ভারত।
তার আগে ভারতের প্রথম একাদশে চমক থাকল চিপকে। আগের দিন হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান অক্ষর প্যাটেল। তাঁর পরিবর্তে সাতসকালেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হয় শাহবাজ নাদিম ও রাহুল চাহারকে। দুইজনেই দলের সঙ্গে বায়ো বাবলে ছিলেন।
অক্ষর প্যাটেলের বদলে স্কোয়াডে ঢুকেই প্রথম একাদশে জায়গা করে নিলেন স্পিনার শাহবাজ নাদিম। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে দুই পেসার এবং তিন স্পিনার ফরম্যাটেই দল সাজিয়েছে ভারত। শার্দুল কিংবা মহম্মদ সিরাজ জায়গা পেলেন না। জসপ্রীত বুমরার সঙ্গী হলেন চোট সরিয়ে দলে ফিরে আসা ইশান্ত শর্মা।
অশ্বিনের সঙ্গী শাহবাজ নাদিম এবং ওয়াশিংটন সুন্দর। হতাশ হতে হল কুলদীপকে। তাঁর অপেক্ষা বাড়ল। গতকালই কোহলি প্রথম একাদশে পন্থকে খেলানোর কথা নিশ্চিত করে দিয়েছিলেন। তিন স্পিনার খেলানোয় বাইরে বসতে হল হার্দিককেও।
ইংল্যান্ডের একাদশে চোট পাওয়া জ্যাক ক্রলির বদলে খেলছেন ড্যান লরেন্স। মঈন আলিকে বাইরে রেখে ভারতের মাটিতে সুযোগ দেওয়া হল ডম বেসকে। অন্যদিকে স্টুয়ার্ট ব্রড নন, জোফ্রা আর্চারের সঙ্গী হচ্ছেন জেমস আন্ডারসন।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। এদিনই আবার চেন্নাইয়ে ১০০তম টেস্ট খেলতে নামলেন ইংল্যান্ডের তারকা জো রুট। আপাতত ক্রিজে ব্যাটিং করছেন তিনি ৫ রানে। সঙ্গী ওপেনার সিবলে (২৬)।
ভারতের প্রথম একাদশ:
শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন