/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/EsFCXqEUYAcRmJc_copy_1200x676.jpeg)
অক্ষর প্যাটেলের বদলে স্কোয়াডে ঢুকেই প্রথম একাদশে জায়গা করে নিলেন স্পিনার শাহবাজ নাদিম। ভারতের প্রথম একাদশে প্রত্যাশা মতোই চমকের ছড়াছড়ি।
চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে দুই পেসার এবং তিন স্পিনার ফরম্যাটেই দল সাজাল ভারত। শার্দুল কিংবা মহম্মদ সিরাজ জায়গা পেলেন না। জসপ্রীত বুমরার সঙ্গী হলেন চোট সরিয়ে দলে ফিরে আসা ইশান্ত শর্মা। এই প্রথমবার দেশের মাটিতে টেস্টে নামলেন বুমরা।
আরো পড়ুন: টেস্ট শুরুর সকালেই দুসংবাদ, চোট পেয়ে বাইরে টিম ইন্ডিয়ার তারকা
Team News:
Here are the playing XIs for the first @Paytm#INDvENG Test in Chennai. 👇 #TeamIndiapic.twitter.com/rdRjem36Ft— BCCI (@BCCI) February 5, 2021
অশ্বিনের সঙ্গী শাহবাজ নাদিম এবং ওয়াশিংটন সুন্দর। হতাশ হতে হল কুলদীপকে। তাঁর অপেক্ষা বাড়ল। গতকালই কোহলি প্রথম একাদশে পন্থকে খেলানোর কথা নিশ্চিত করে দিয়েছিলেন। তিন স্পিনার খেলানোয় বাইরে বসতে হল হার্দিককেও।
ইংল্যান্ডের একাদশে চোট পাওয়া জ্যাক ক্রলির বদলে খেলছেন ড্যান লরেন্স। মঈন আলিকে বাইরে রেখে ভারতের মাটিতে সুযোগ দেওয়া হল ডম বেসকে। অন্যদিকে স্টুয়ার্ট ব্রড নন, জোফ্রা আর্চারের সঙ্গী হচ্ছেন জেমস আন্ডারসন।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
ভারতের প্রথম একাদশ:
শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা
ইংল্যান্ডের প্রথম একাদশ:
ডম সিবলে, রোরি বার্নস, ড্যান লরেন্স, জো রুট, বেন স্টোকস, অলি পোপ, জোস বাটলার, ডম বেস, জোফ্রা আর্চার, জ্যাক লিচ এবং জেমস আন্ডারসন
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন