ব্যাটসম্যানদের বধ্যভূমিতে কেরিয়ারের পঞ্চম শতরান, অশ্বিনের কীর্তিকে কুর্নিশ বিশ্বের
সোমবার সকালের সেশনে পরপর উইকেট হারাতে থাকে ভারত। গতকাল দিনের শেষে ভারত ৫৪/১ ছিল। সেই স্কোরের সঙ্গে মাত্র ১ রান যোগ করার ফাঁকেই ভারত হারায় পূজারা এবং রোহিত শর্মার উইকেট।
বলা হচ্ছিল আনপ্লেয়েবল পিচ, ব্যাটসম্যানদের বধ্যভূমি। আর সেই পিচেই নিজের কেরিয়ারের পঞ্চম টেস্ট শতরান করে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ঘরের মাঠের দর্শকদের সামনে।
Advertisment
যখন খেলতে নেমেছিলেন তখন ভারত ১০৬/৬। তারপর কোহলির সঙ্গে ৯৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে একদম নিরাপদ স্থানে পৌঁছে নিয়ে গিয়েছেন।
ক্যাপ্টেন কোহলি ৬২ রানে আউট হয়ে ফিরে গেলেও বাকি সতীর্থ বোলারদের নিয়ে নিয়ে শতরানও পূর্ণ করে ফেললেন মাত্র ১৩১ বলে। বেশ কয়েকবার অশ্বিনকে আউট করার সুযোগ হাতছাড়া করেছেন ইংরেজরা। শতরান করার এমন সুযোগ অবশ্য ছাড়েননি তারকা।
শেষ পর্যন্ত অশ্বিন ১০৬ রানে আউট হতেই ভারতের ইনিংস সমাপ্ত হল ২৮৬ রানে। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য চতুর্থ ইনিংসে টার্গেট পাহাড় প্রমাণ ৪৮২ রান।
তার আগে এদিন সকালে ঘূর্ণি পিচে ভারত একসময় ১০৬/৬ হয়ে গিয়েছিল। পরপর ফিরে গিয়েছিলেন চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেলরা। তারপরেই খেলা ধরে নেন কোহলি-অশ্বিন। দুজনেই পার্টনারশিপে মূল্যবান ৯৬ রান যোগ করে যান।
এদিন ইংরেজ বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স করেছেন জ্যাক লিচ এবং মঈন আলি। দুই স্পিনারই ৪টে করে উইকেট নিয়েছেন।