/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/imgonline-com-ua-twotoone-wn9CKQpb9W48gUai_copy_1200x676.jpg)
চেন্নাইয়ের টার্নিং ট্র্যাক। জ্যাক লিচকেও মনে হচ্ছে মুথাইয়া মুরালিধরন। সেই পিচেই কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের ম্যাজিক। দুজনেই হাফসেঞ্চুরি করে লিড ইংল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছেন।
সর্বশেষ আপডেট অনুযায়ী, ভারত ১৯৬/৬। ইতিমধ্যেই ৩৯১ রানের লিড নিয়ে ফেলেছে ভারত। ক্রিজে রীতিমত সংসার পেতে ফেলেছেন দুই ব্যাটসম্যান। দুজনকেই আউট করতে কালঘাম ছুটে যাচ্ছে ইংরেজ বোলারদের। সপ্তম উইকেটের পার্টনারশিপে এখনো পর্যন্ত ৯০রান যোগ করেছেন দুই তারকা। কোহলি ব্যাটিং করছেন ৬০ রানে। অশ্বিন ৫২ রানে অপরাজিত।
আরো পড়ুন: নিলামের আগে বিধ্বংসী ফর্মে অর্জুন! এক ওভারে পাঁচ ছক্কা হাঁকালেন শচীন-পুত্র
তার আগে এদিন সকালে ঘূর্ণি পিচে ভারত একসময় ১০৬/৬ হয়ে গিয়েছিল। পরপর ফিরে গিয়েছিলেন চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেলরা। তারপরেই খেলা ধরে নেন কোহলি-অশ্বিন। দুজনেই সেঞ্চুরি পার্টনারশিপের পথে।
এদিন ইংরেজ বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স করেছেন জ্যাক লিচ এবং মঈন আলি। লিচের সংগ্রহে ৩ এবং মঈন ২ উইকেট নিয়েছেন।
আরো পড়ুন: যুবরাজের নামে থানায় এফআইআর! গ্রেফতারির আশঙ্কা তুঙ্গে
দুই বোলারের পাশাপাশি নজর কাড়লেন ইংল্যান্ডের তরুণ উইকেটরক্ষক বেন ফোকসও। পূজারার রান আউট, এবং রোহিত-পন্থকে দুর্ধর্ষ ক্ষিপ্রতায় স্ট্যাম্প আউট করেন তিনি।
ভারত এখন কখন ডিক্লেয়ার করে সেটাই দেখার।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন