Advertisment

রুট কেন আউট নন, আম্পায়ারের ওপর রাগে ফেটে পড়লেন কোহলি

বিরাট কোহলির সেই পুরোনো মূর্তি যেন ফিরে এল আবার। আম্পায়ারকেই কার্যত শাসিয়ে দিলেন তিনি। তারপরেই সমালোচিত তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লেগ বিফোরের আবেদনে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি। বেঁচে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এতেই মেজাজ হারালেন ক্যাপ্টেন কোহলি। তাঁকে দেখা গেল অনফিল্ড আম্পায়ার নীতিন মেননের সঙ্গে উত্তেজিত হয়ে বাদানুবাদ করতে।

Advertisment

চেন্নাইয়ে তৃতীয় দিন খেলার শেষ লগ্নে এই ঘটনা ঘটে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ঘটনা। সেই সময় বোলিং করছিলেন অক্ষর প্যাটেল। অক্ষরের স্ট্রেটারে বিভ্রান্ত হয়ে যান রুট। সরাসরি তাঁর প্যাডে বল লেগে উইকেটকিপারের কাছে পৌঁছয়। তবে লেগ বিফোর নয়, কট বিহাইন্ডের আবেদন করেন কোহলিরা। সেই আবেদনে কর্ণপাত না করে আম্পায়ার নট আউট দেন।

আরো পড়ুন: আম্পায়ারকে ব্যাট হাতে তেড়ে শাসানি কোহলির, অভব্যতায় ফের শিরোনামে তারকা, ভিডিও দেখুন

টিম ইন্ডিয়া অধিনায়ক কোহলি সতীর্থদের সঙ্গে পরামর্শ করে রিভিউয়ের সিদ্ধান্ত নেন। সেখানেই হটস্পটে দেখা যায়, ব্যাটের সঙ্গে বলের কোনো সংযোগই ঘটেনি। তাই কট বিহাইন্ডের আবেদন বাতিল হয়ে বেঁচে যান রুট।

তবে সমস্যা হল, বল ছিল 'ইন লাইন'। তা দেখেই অনফিল্ড আম্পায়ার লেগ বিফোরের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। সেখানেই বোঝা যায়, বল রুটের প্যাডে লাগে। ব্যাটে সংযোগ হয়নি। আর বল স্ট্যাম্পে আছড়ে পড়ছে মিডল লাইন বরাবর। সেক্ষেত্রে লেগ বিফোর হতেই পারতেন তিনি। অদ্ভুতভাবে তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্তই বহাল রাখেন।

এতেই ক্ষিপ্ত হন কোহলি। ডিআরএস সিদ্ধান্ত নিয়ে নীতিন মেননের সঙ্গে মাঠেই উত্তপ্ত বাক্য বিনিময় করতে থাকেন কোহলি। দীর্ঘক্ষণ।

সেই আউট থেকে বেঁচে রুট আপাতত ইংল্যান্ডের ইনিংস ধরে রেখেছেন চতুর্থ দিন। ১১০ রানে ৬ উইকেট হারালেও রুট একপ্রান্তে অবিচল রয়েছেন ৩১ রানে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Indian Cricket Team
Advertisment