India Cricket Team Full Squad, Players List: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ইংল্যান্ডের বিপক্ষে প্ৰথম দুই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। রোহিত শর্মা (Rohit Sharma) যথারীতি থাকছেন টেস্ট নেতা নেতা হিসেবে। কেএল রাহুল নন (KL Rahul) জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) সহ অধিনায়ক বাছা হয়েছে।
জানুয়ারির ২৫ তারিখ থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ (India vs England test series) শুরু হচ্ছে। এই সিরিজের জন্যই দল ঘোষণা করে দিল বিসিসিআই। হায়দরাবাদে প্ৰথম ম্যাচ খেলবে ভারত।
আরও পড়ুন- আর আদেশ মানা নয়, জয় শাহের বোর্ডের সঙ্গে বিদ্রোহের পথেই ঈশান! বিরাট আপডেট সরাসরি
নতুন বছরে এটাই ভারতের প্ৰথম টেস্ট সিরিজ। শুরুতেই চমক দিল ভারত। ঈশান কিষানকে (Ishan Kishan) আরও একবার ছেঁটে ফেলল টিম ইন্ডিয়া। ১৬ জনের স্কোয়াডে ঈশানের নাম গন্ধই নেই। ঈশানের বদলে নতুন উইকেটকিপার হিসাবে প্ৰথমবার জাতীয় দলে ডাক পেলেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। উত্তরপ্রদেশের ২২ বছরের এই উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে চমক দিল বিসিসিআই। কেএল রাহুল, কেএস ভরতের পর তিনিই ভারতের তৃতীয় বাছাই উইকেটকিপার ব্যাটার।
আরও একবার বর্ষীয়ান চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানেকে বাতিলের খাতায় ফেলল টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকায় ভারতের ব্যাটিং ব্যর্থ হওয়ার পর দুই তারকাকে টিম ম্যানেজমেন্ট ডাকে কিনা দেখার ছিল। পূজারা রঞ্জিতে ডাবল সেঞ্চুরি করে নির্বাচকদের বার্তাও দিয়েছিলেন। তবে শেষমেশ হতাশ হতে হল রাহানে-পূজারা দুজনকেই।
আরও পড়ুন: দরজা বন্ধ ঈশানের, টিম ইন্ডিয়ায় বাতিলের পথে আরও এক তারকা! দল ঘোষণায় বিরাট ইঙ্গিত BCCI-এর
বাকি ব্যাটিং ইউনিট দক্ষিণ আফ্রিকার সফরের স্কোয়াড-ই কার্যত অপরিবর্তিত রাখা হয়েছে। বোলিং বিভাগে যোগ করা হয়েছে আবেশ খানকে। দক্ষিণ আফ্রিকা সফরে মহম্মদ শামির জায়গায় আবেশ খানকে প্ৰথম টেস্টের পর অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্ৰথম দুই টেস্টে খেলছেন না শামি। তাঁর জায়গায় ফের স্কোয়াডে সুযোগ পেলেন আবেশ খান। এছাড়াও ফাস্ট বোলিং বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মুকেশ কুমাররা। দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরিয়ন টেস্টে ভরাডুবির দুই নায়ক শার্দূল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণ বাদ পড়েছেন।
ঘরের মাঠে স্পিন বিভাগ ঢেলে সাজিয়ে নামবে ভারত। টেস্টে দেশের মাটিতে নিয়মিত তিন স্পিনার- রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার সঙ্গেই টেস্টে ডেকে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেএস ভরত, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা, আবেশ খান