IND vs ENG: অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি, আবেগে ভাসলেন শচীন

Tendulkar-Anderson Trophy 2025: সিরিজ শুরুর ঠিক একদিন আগে শচীন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসন নিজ নিজ নামে ঘোষিত এই নতুন ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন করেন।

Tendulkar-Anderson Trophy 2025: সিরিজ শুরুর ঠিক একদিন আগে শচীন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসন নিজ নিজ নামে ঘোষিত এই নতুন ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tendulkar-Anderson Trophy: নিজেদের নামাঙ্কিত ট্রফির সামনে শচীন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসন

Tendulkar-Anderson Trophy: নিজেদের নামাঙ্কিত ট্রফির সামনে শচীন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসন

Tendulkar-Anderson Trophy 2025 Unveiled: ভারত ও ইংল্যান্ড (India vs England) শুক্রবার থেকে লড়বে তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির (Tendulkar-Anderson Trophy) জন্য। এই সিরিজ আগে পতৌদি ট্রফি নামে পরিচিত ছিল, তবে এবার এর নাম পরিবর্তন করা হয়েছে। সিরিজ শুরুর ঠিক একদিন আগে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং জেমস অ্যান্ডারসন (James Anderson) নিজ নিজ নামে ঘোষিত এই নতুন ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন করেন।

Advertisment

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) জানিয়েছে, মনসুর আলি খান পতৌদির (Mansoor Ali Khan Pataudi) ঐতিহ্যের প্রতি পূর্ণ সম্মান বজায় থাকবে। সিরিজ জয়ী দলের অধিনায়ককে এবার থেকে পতৌদি মেডেল প্রদান করা হবে। ভারতীয় দলের ইংল্যান্ড সফর এবার ৪৫ দিনের।

পতৌদি পরিবারকে আশ্বস্ত করেছেন শচীন

Advertisment

কিংবদন্তী ব্যাটসম্যান শচীন তেন্ডুলকর জানান, যখন তিনি শুনলেন যে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ট্রফির নাম পরিবর্তন করে তাঁর ও জেমস অ্যান্ডারসনের নামে রাখা হচ্ছে, তখনই তিনি পতৌদি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। শচীন বলেন, “পতৌদি পরিবারকে আমি আশ্বস্ত করেছি যে, এই সিরিজ থেকে প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদির সংযোগ কখনওই বিচ্ছিন্ন হবে না।”

আরও পড়ুন ভারতের প্লেয়িং ইলেভেন, ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন শুভমান, বিরাট-রোহিতকে নিয়ে কী বললেন ক্যাপ্টেন?

নতুন নাম: তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি

ট্রফির নতুন নাম তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি রাখা হয়েছে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ও ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলারের সম্মানে। এই সিদ্ধান্ত এসেছে BCCI এবং ECB-এর যৌথ আলোচনার পর।

PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন বলেন, “আমি জানি কিছু মাস আগে পতৌদি ট্রফিকে রিটায়ার করা হয়েছে। কিন্তু যখন জানতে পারলাম ট্রফির নাম আমার ও অ্যান্ডারসনের নামে হচ্ছে, আমি সঙ্গে সঙ্গেই পতৌদি পরিবারকে ফোন করেছিলাম।” তিনি আরও বলেন, “টাইগার পতৌদি এমন একজন কিংবদন্তি, যিনি বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। এটা আমরা কখনও ভুলতে পারি না। তাই আমি নিজেই BCCI-এর জয় শাহ এবং ECB-র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কিছু পরামর্শ দিয়েছিলাম।”

পতৌদি মেডেল থাকবেই

সিরিজে পতৌদি পরিবারের সংযোগ অটুট রাখতে পতৌদি এক্সেলেন্স মেডেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি হবে সিরিজজয়ী দলের অধিনায়কের জন্য এক বিশেষ সম্মান।

আরও পড়ুন 'কর্মফল পেতেই হবে!', বাংলার পেসারের পোস্ট ভাইরাল, নিশানায় কি গম্ভীর?

শচীনের আবেগ

শচীন আরও বলেন, “আমি পতৌদি পরিবারের সঙ্গে আমার কথা, ফোন কল, সমস্ত কিছু খোলামেলা বলেছিলাম। আমি বোঝাতে চেয়েছিলাম, আমরা চাই তাঁর উত্তরাধিকার জীবিত থাকুক। এই উদ্যোগ সেদিকেই এক ধাপ এগনো।”

তিনি স্মৃতিচারণা করে বলেন, “আমি প্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিলাম ১৯৮৮ সালে। মুম্বই থেকে লন্ডনের আমার প্রথম বিমানযাত্রা। আজ এত বছর পর ইংল্যান্ডে আমার নামে ট্রফি হচ্ছে, এটা খুবই গর্বের ও আনন্দের মুহূর্ত।”

আরও পড়ুন ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশ-বধের ছক ফাঁস! শুভমানদের সব প্ল্যানিংয়ে জল ঢেলে দিলেন টিম ইন্ডিয়ার তারকা

Sachin Tendulkar India vs England Mansoor Ali Khan Pataudi James Anderson Tendulkar-Anderson Trophy