New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/22/JgP4WRnUXsB3zCWkDnjC.jpg)
Indian Cricket Team: ভারতীয় দল। (ফাইল ছবি)
Indian Cricket Team: ভারতীয় দল। (ফাইল ছবি)
India vs England, 2nd T20I Chidambaram Stadium Pitch Report, Chennai Weather Forecast Update: বুধবারই সিরিজের প্রথম টি২০ ম্যাচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া এই ম্যাচে জস বাটলারের ইংল্যান্ডের মুখোমুখি হবে। ব্যাট থেকে বল, প্রথম টি২০ ম্যাচে নিরঙ্কুশ আধিপত্য রেখে জয়ী হয়েছে ভারতীয় দল। উদ্বোধনী ম্যাচে ৭ উইকেটে জয়ের জেরে টিম ইন্ডিয়া এখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে।
সম্ভাব্য একাদশ
ভারতীয় একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, অক্ষর প্যাটেল, নীতীশকুমার রেড্ডি/ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন/রেহান আহমেদ, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
যে খেলোয়াড়দের ওপর নজর থাকবে
ভারত: প্রথম ম্যাচে ইংরেজ ব্যাটাররা ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর গুগলি ঠিকমতো খেলতে পারেননি। সেখানে তিনি ৩টি উইকেট নিয়েছেন। চেন্নাইয়ের পিচও নাকি স্পিনার সহায়ক। ফলে, সেখানেও বরুণ দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিতে পারেন।
ইংল্যান্ড: জস বাটলার প্রথম ম্যাচেই দুর্দান্ত অর্ধশতরান করেছেন। দ্বিতীয় ম্যাচে বেন ডাকেট যদি ভালো ব্যাটিং করতে পারেন, তবে ইংল্যান্ডের রান অনেকটাই বাড়বে। এমনিতে ডাকেট স্পিনটা ভালোই খেলেন। তাঁর সুইপ এবং রিভার্স সুইপে ভারতীয় স্পিনাররা নাজেহাল হয়ে যেতে পারেন।
দুই দলের স্কোয়াড
ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, নীতীশকুমার রেড্ডি, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)।
ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ফিল সল্ট (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ এবং মার্ক উড।
ভারত-ইংল্যান্ড মুখোমুখি
উভয়পক্ষ নিজেদের মধ্যে টি২০ ম্যাচ খেলেছে: ২৫টি, ভারত জিতেছে: ১৫টিতে, ইংল্যান্ড জিতেছে: ১১টি ম্যাচ।
চেন্নাইয়ের পিচ রিপোর্ট
চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক। স্পিন খেলায় ইংরেজ ব্যাটারদের দুর্বলতা আছে। এর পাশাপাশি চেন্নাইয়ের পিচে বাউন্স হয়। নতুন বল সিম করে।
ভারত-ইংল্যান্ড আবহাওয়া রিপোর্ট
ভারতে এখন শীতকাল। শনিবার সন্ধ্যায় তাপমাত্রা ২২ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যেতে পারে। এই পিচে শিশির একটা প্রভাব ফেলবে। তাই যে দল টস জিতবে, তারাই ব্যাট করতে চাইবে।
আরও পড়ুন- ভারত ভাগ্যবান বলে জিতল! অভিষেকের ব্যাটে কচুকাটা হয়েও ইন্ডিয়াকে বিদ্রুপ আর্চারের
ভারত-ইংল্যান্ড লাইভ স্ট্রিমিং
ভারত-ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। ম্যাচটি ডিজনি+হটস্টার-এ লাইভ স্ট্রিমিংও করা হবে।