Shubman Gill 5 Records: ইংল্যান্ডে নয়া ইতিহাস শুভমানের, কোন ৫ মহারেকর্ড গড়লেন ভারত অধিনায়ক?

5 Records of Shubman Gill: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান হাঁকানোর পর দ্বিতীয় টেস্টে তিনি দ্বিশতরান করে ফেলেছেন। ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক হয়ে গিয়েছেন গিল।

5 Records of Shubman Gill: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান হাঁকানোর পর দ্বিতীয় টেস্টে তিনি দ্বিশতরান করে ফেলেছেন। ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক হয়ে গিয়েছেন গিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill 5 Records: ডাবল সেঞ্চুরি করে ৫ নয়া রেকর্ড শুভমান গিলের

Shubman Gill 5 Records: ডাবল সেঞ্চুরি করে ৫ নয়া রেকর্ড শুভমান গিলের

India vs England 2nd Test: শুভমান গিল (Shubman Gill) ভারতের অধিনায়ক হওয়ার পর থেকেই যেন সেঞ্চুরির বন্যা বইয়ে দিয়েছেন। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান হাঁকানোর পর দ্বিতীয় টেস্টে (IND vs ENG 2nd Test Match) তিনি দ্বিশতরান করে ফেলেছেন। ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক হয়ে গিয়েছেন গিল। এছাড়া তিনি ইংল্যান্ডে দ্বিশতরান করা তৃতীয় ভারতীয় ব্যাটসম্যানও। মাত্র ২৫ বছর বয়সে এই ডাবল সেঞ্চুরি করে শুভমান গিল অন্তত ৫টি বড় রেকর্ড নিজের নামে করে ফেলেছেন।

Advertisment

১. ‘টাইগার’ পতৌদির পর সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ন

শুভমান গিল এই দুর্দান্ত ইনিংসটি খেলেছেন ২৫ বছর ২৯৮ দিন বয়সে। এই বয়সে ডাবল সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়কের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে। তাঁর চেয়ে কম বয়সে এই কৃতিত্ব শুধু মনসুর আলি খান পতৌদি করেছিলেন। ‘টাইগার’ পতৌদি ২৩ বছর ৩৯ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধেই দ্বিশতরান করেছিলেন।

২. ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ ভারতীয় অধিনায়ক

Advertisment

শুভমান গিল ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। তাঁর আগে বিরাট কোহলি, সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর ও এমএস ধোনি অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন। বিরাট কোহলি এই কাজ ৭ বার করেছেন, আর বাকিরা একবার করে।

৩. SENA দেশে দ্বিশতরান করা প্রথম এশিয়ান অধিনায়ক

গিল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো সেনা দেশে দ্বিশতরান করা প্রথম এশীয় অধিনায়ক। তাঁর আগে এশিয়ান ক্যাপ্টেনদের মধ্যে এই দেশগুলোতে সর্বোচ্চ স্কোর ছিল তিলকরত্নে দিলশানের, ২০০১ সালে লর্ডসে ১৯৩ রান করেছিলেন।

আরও পড়ুন ইংল্যান্ডের মাটিতে ইতিহাস শুভমান গিলের, প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসাবে বিরাট রেকর্ড

৪. ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই দ্বিশতক

শুভমান গিল ভারতের চতুর্থ ব্যাটসম্যান যিনি ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটেই ডাবল সেঞ্চুরি করেছেন। তাঁর আগে এই তালিকায় আছেন শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ ও রোহিত শর্মা।

৫. ইংল্যান্ডে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস 

শুভমান গিল এখন ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয়ের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক। এর আগে এই রেকর্ড ছিল সুনীল গাভাসকরের ছিল। ১৯৭৯ সালে ওভালে ২২১ রানের ইনিংস খেলেছিলেন গাভাসকর। দ্বিতীয় সেশনে গিল সেই রেকর্ড ভেঙে দেন।

Shubman Gill India vs England IND vs ENG 2nd Test Match