Shubman Gill Double Century: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস শুভমান গিলের, প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসাবে বিরাট রেকর্ড

IND vs ENG 2nd Test: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে রেকর্ড গড়লেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে দ্বিশতরানের রেকর্ড গড়লেন ইংল্যান্ডের মাটিতে।

IND vs ENG 2nd Test: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে রেকর্ড গড়লেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে দ্বিশতরানের রেকর্ড গড়লেন ইংল্যান্ডের মাটিতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill Double Century: ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি শুভমান গিলের

Shubman Gill Double Century: ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি শুভমান গিলের

IND vs ENG 2nd Test 2nd Day: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (India vs England) ম্যাচে রেকর্ড গড়লেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill)। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে দ্বিশতরানের রেকর্ড গড়লেন ইংল্যান্ডের মাটিতে। সেইসঙ্গে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি হয়ে গেল শুভমানের (Shubman Gill Double Century)। কোনও ভারতীয় অধিনায়কের ৯৩ বছরের ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি নেই। 

Advertisment

নিজের জগতে ব্যাট করছেন শুভমান গিল। লিডসে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর এবার এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরির দৌলতে ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস লিখলেন তিনি। ২৫ বছর বয়সি গিল ৩১১ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন, তাঁর ইনিংসটি সাজানো ছিল ২১টি চার আর দুটি ছক্কায়।

আরও পড়ুন শুভমানের সেঞ্চুরিতে ভাঙল একাধিক রেকর্ড, বন্ধ হল নিন্দুকদের মুখ

এই পথে একগুচ্ছ রেকর্ড ভেঙেছেন গিল। ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশীয় অধিনায়ক হয়ে গেলেন তিনি। একই সঙ্গে, ইংল্যান্ডে কোনও ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট স্কোরের রেকর্ডও গড়েছেন গিল, ১৯৯০ সালে মহম্মদ আজহারউদ্দিনের করা ১৭৯ রানের ইনিংসকে ছাপিয়ে।

Advertisment

১২৫তম ওভারে টানা তিনটি চার মেরে ৩২৩ বলে ২২২ রানে পৌঁছান গিল, যা এখন ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ টেস্ট স্কোর। এই রেকর্ডের আগে ছিল সুনীল গাভাস্কারের, ১৯৭৯ সালে ওভালে করা ২২১ রান।

আরও পড়ুন লিডসের পর এজবাস্টন, শুভমানের শতরানে স্বস্তিতে ভারত

শুভমান গিল ভারতের ২৬তম ক্রিকেটার, যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। এখন পর্যন্ত ১২ জন ভারতীয় ব্যাটসম্যানের একবার করে ডাবল সেঞ্চুরি আছে, সেই তালিকায় ১৩তম নাম হল গিলের। ভারতীয়দের টেস্ট ডাবল সেঞ্চুরির মোট সংখ্যা এখন ৫০। সবচেয়ে বেশি সাতটি ডাবল সেঞ্চুরি আছে বিরাট কোহলির নামে।

গিল পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। কোহলি, শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাসকর ও মনসুর আলি খান পতৌদির পর তাঁর নামও যুক্ত হল সেই গৌরবের তালিকায়। গিল এখন চতুর্থ ভারতীয়, যাঁর টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ডাবল সেঞ্চুরি আছে। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে রোহিত শর্মা, শচীন তেন্ডুলকর আর বীরেন্দ্র সেহওয়াগের।

আরও পড়ুন ব্রিটিশদের মাটিতে ফের তাণ্ডব বৈভবের, সূর্যবংশীর ৮৬ রানের ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

Shubman Gill India vs England