লর্ডসের পিচে অশ্বিনকে না নিয়ে বড়সড় ভুল করল ভারত। এমনটাই এবার জানিয়ে দিলেন আকাশ চোপড়া। সরাসরি প্রাক্তন তারকা জানিয়ে দিলেন লর্ডসের পিচ ক্রমশ মন্থর হচ্ছে। এমন পিচে অশ্বিনের অনুপস্থিতিতে ভুগবে ভারত।
ট্রেন্টব্রিজে প্রথম টেস্টের পরে দ্বিতীয় টেস্টেও অশ্বিনকে বাইরে রেখে দল গড়েছেন কোহলি। আর অশ্বিনের অনুপস্থিতিতে ভারতের লোয়ার অর্ডারও লর্ডসে সেভাবে দাপট দেখাতে পারেনি। এমন অবস্থায়, কোহলির সিদ্ধান্ত নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিলেন আকাশ চোপড়া। সাফ জানিয়ে দিলেন, স্লো হতে থাকা পিচে অশ্বিন লর্ডসে ভারতের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারতেন।
আরও পড়ুন: পন্থকে পাত্তা না দিয়ে ডুবলেন কোহলি, দলকেও ফেললেন মহা বিপদে, দেখুন ভিডিও
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়ার বক্তব্য, "সত্যি কথা বলতে লর্ডসে ভারতের টেলএন্ডারদের লাইন আপ অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল- শামি, সিরাজ, বুমরা, ইশান্ত। তাই ওদের কাছ থেকে বেশি রান প্রত্যাশা করাও উচিত নয়। তাই কোহলিকে এটা নিশ্চয় ভাবাবে যে বোলাররা কেউই ব্যাট করতে পারল না।"
এরপরেই তিনি বলেছেন, "পিচ ক্রমশ মন্থর হচ্ছে। এমন পিচে অশ্বিনকেই কিনা খেলানো হল না! ব্যাটের কানায় লেগে সেভাবে বল স্লিপে পৌঁছচ্ছে না। আর টেস্ট ক্রিকেটের অন্যতম বিশেষত্ব হতে চলেছে পিচ ক্রমশ স্লো হয়ে যাওয়া। চতুর্থ এবং পঞ্চম দিনে এই পিচে স্পিন কার্যকর হবেই।"
আরও পড়ুন: আগুন জ্বালিয়ে লর্ডসে হ্যাটট্রিকের সুযোগ! সিরাজের গোলায় ‘ভাঙচুর’ হামিদের স্ট্যাম্প, দেখুন ভিডিও
এদিকে, ফ্লপ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের সমর্থনে এবার মুখ খুললেন শতরানকারী কেএল রাহুল। টানা ব্যর্থ হয়েই চলেছেন দুজনে। লর্ডসেও তাই। পূজারার অবদান যেখানে মাত্র ৫ রান। রাহানে আবার ১ করেই বিদায় নিয়েছেন। তবে রাহুল জানাচ্ছেন, "পূজারা, রাহানে বহুবার আমাদের কঠিন সময়ে ত্রাতা হয়েছে। ওঁরা বিশ্বমানের প্রতিভা। খুব শীঘ্রই যে ওঁরা রানে ফিরবে, তা নিয়ে আমার কোনও সন্দেহই নেই।"
এই সঙ্গে তারকার আরও সংযোজন, "ওঁরা দারুণ অভিজ্ঞ ক্রিকেটার। তাই কঠিন সময়ে কীভাবে রানে ফিরতে হয়, ওঁদের ভালোই জানা রয়েছে। তাছাড়া সকলকে বুঝতে হবে ওঁরা ইংল্যান্ডের কঠিন পরিস্থিতিতে খেলছে। যেখানে ব্যাটসম্যানরা সবসময় চ্যালেঞ্জের মুখে পড়ে। এখানে সব ইনিংসে রান তোলা ভীষণ মুশকিল। তবে ভালো সূচনা করলে, সেখান থেকে বড় ইনিংস টানা সম্ভব।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন