Advertisment

জঘন্য ফর্মে পূজারা, বাইরে শার্দুলও! দ্বিতীয় টেস্টে কোহলির একাদশ কেমন হচ্ছে, জানুন

প্রথম টেস্টে স্পিনার অলরাউন্ডার হিসাবে জায়গা করে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখে কীভাবে জাদেজাকে খেলানো হল, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নটিংহ্যামে ভারতের মুঠোয় থাকা ম্যাচ শেষ দিনে পিছলে গিয়েছে বৃষ্টিতে। সেই হতাশা ঝেড়ে এবার দ্বিতীয় টেস্ট শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার। ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে। নটিংহ্যামে দু-দলের সামনেই জয়ের সুযোগ ছিল। শেষদিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৫৭ রান। অন্যদিকে, ভারতের ৯ উইকেট নিলেই জয় হাসিল করত ইংরেজরা।

Advertisment

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড প্ৰথম একাদশে একাধিক পরিবর্তন ঘটিয়েই খেলতে নামছে। ডেকে নেওয়া হয়েছে মঈন আলিকে। ডম বেসকে ছেড়ে স্কোয়াডে ঢোকানো হয়েছে সাকিব মাহমুদকে।

ভারতের প্ৰথম একাদশ একটি জায়গা ছাড়া অপরিবর্তিতই থাকছে। শার্দুল ঠাকুরের হ্যামস্ট্রিংয়ে চোটে ভারত কিছুটা দিশেহারা। শার্দুলের বদলে আর অশ্বিন নাকি অন্য পেসারকে অন্তর্ভুক্ত করা হয়, সেটা দেখার। দেখা যাক ভারতের প্ৰথম একাদশ কেমন হতে চলেছে-

আরও পড়ুন: ছিটকে গেলেন সুপারস্টার! লর্ডস টেস্টের একদিন আগেই বজ্রপাত টিম ইন্ডিয়ায়

ওপেনার: শুভমান গিল এবং মায়াঙ্ক আগারওয়ালের বদলে খেলতে নেমে কেএল রাহুল রোহিত শর্মার সঙ্গে দুই ইনিংসেই ভরসা জুগিয়েছেন। প্ৰথম ইনিংসে রোহিত-রাহুল জুটি তুলেছিল ৯৭। দ্বিতীয় ইনিংসে দুজনের অবদান ৩৪। দুই ইনিংসে ভারতের সেরা ব্যাটসম্যান রাহুলই। করেছিলেন যথাক্রমে ৮৪ এবং ২৬। দ্বিতীয় টেস্টেও রোহিত-রাহুল ওপেনিংয়ে ভরসা রাখবে ভারত।

মিডল অর্ডার: ট্রেন্টব্রিজে ভারতের মিডল অর্ডার হতাশ করেছিল। তবে টিম ম্যানেজমেন্ট কোনও পরিবর্তন ঘটাতে চাইছে না লর্ডস টেস্টে। চেতেশ্বর পূজারার দিকে নজর ছিল প্ৰথম টেস্টে। তবে প্ৰথম ইনিংসে ব্যাট হাতে ফের একবার ব্যর্থ তিনি। দ্বিতীয় ইনিংসে যদিও বৃষ্টির কারণে নিজেকে চেনানোর সুযোগ আর পাননি। প্ৰথম ইনিংসে কোহলি এবং পূজারা পরপর দুবলে আউট হয়ে ফিরে গিয়েছিলেন। রাহানে ৫ রান করার পরে জনি বেয়ারস্টোর থ্রোয়ে রান আউট হয়ে যান। দ্বিতীয় টেস্টে শেষবারের মত সম্ভবত সুযোগ পেতে চলেছেন পূজারা। চার, পাঁচ এবং ছয়ে নামবেন যথাক্রমে কোহলি, রাহানে এবং ঋষভ পন্থ।

অলরাউন্ডার: এই জায়গা নিয়েই ভারতের মাথাব্যথা বেড়েছে। শার্দুল ঠাকুরকে প্ৰথম টেস্টে এই জায়গায় খেলানো হয়েছিল। সিমার অলরাউন্ডার হিসাবে। বল হাতে শার্দুল দুই ইনিংস মিলিয়ে চারটে শিকারও করেছেন। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে বিপত্তি বেড়েছে টিম ম্যানেজমেন্টের।

আরও পড়ুন: বিদায় শাস্ত্রী! বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়া ছাড়ছেন হেড কোচ, চাঞ্চল্য তুঙ্গে

প্রথম টেস্টে স্পিনার অলরাউন্ডার হিসাবে জায়গা করে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখে কীভাবে জাদেজাকে খেলানো হল, তা নিয়ে সমস্ত প্রশ্নের জবাব অবশ্য জাদেজা দিয়েছেন দ্বিতীয় ইনিংসে দুরন্ত হাফসেঞ্চুরি করে। তিনি সাত নম্বর পজিশনে জায়গা ধরে রাখছেন। তবে শার্দুল ঠাকুরের পরিবর্তে অশ্বিনকে খেলানো হবে নাকি চার পেসার ছকেই ভারত দল সাজায় ইশান্ত এবং উমেশ যাদবের মধ্যে একজনকে খেলিয়ে, সেদিকেই আপাতত নজর। তবে সূত্রের খবর, শার্দূলের বদলে ইশান্ত শর্মার খেলার সম্ভবনা বেশি।

পেসার: প্ৰথম টেস্টের বাকি তিন পেসারই অপরিবর্তিত থাকছে টিম ইন্ডিয়ায়। মহম্মদ সিরাজ, মহম্মদ শামির সঙ্গে জসপ্রীত বুমরার দুরন্ত বোলিং আক্রমণকেই মোকাবিলা করতে হবে ইংরেজদের।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:

রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Sports News Indian Cricket Team Cricket News
Advertisment