ক্রিকেট খেলা নাকি 'জেন্টলম্যানস গেম'! লর্ডসে ভারত-ইংল্যান্ডের খেলা দেখে কে বলবে! তৃতীয় দিন ঝামেলা শুরু হয়েছিল জসপ্রীত বুমরা এবং জেমস আন্ডারসনের মধ্যে। টানা বাউন্সারে বুমরা কাঁপিয়ে দিয়েছিলেন আন্ডারসনকে। তারপরে চতুর্থ দিনে আন্ডারসনের সঙ্গে লেগে যায় ক্যাপ্টেন কোহলির।
Advertisment
কোহলিকে বলতে শোনা গিয়েছিল, "তুমি বুমরার মত আমাকেও গালাগালি করছ নাকি। এটা কিন্তু তোমার বাড়ির পিছন নয়।" আন্ডারসন মৃদুস্বরে নিশ্চয় কিছু বলেন যা স্ট্যাম্প মাইকে ধরা পড়েনি। তারপরে কোহলি আবার বলেন, "বকবক করতে থাক। বুড়ো বয়সে এমনটাই হয়।"
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুদ্ধের নতুন লাইন আপ নির্ধারিত হল সোমবার। শামি-বুমরা বনাম জস বাটলার। ভারতীয় ইনিংসের ৯১ তম ওভার শেষে বুমরা, শামি, বাটলার এবং দুই অনফিল্ড আম্পায়ারকে দেখা গেল উত্তেজিত হয়ে বাক্য বিনিময় করছেন। স্ট্যাম্প মাইকে বুমরাকে শোনা যায় বাটলারকে উদ্দেশ্য করে বলছেন, "আমি কিন্তু ধীরে বল করার অনুরোধ করিনি।"
ক্রিকেট মহলের ধারণা বাটলারের আগে ঝামেলায় জড়িয়ে ছিলেন মার্ক উড। মার্ক উডের বলেই বুমরার হেলমেটে আঘাত লাগে। মার্ক উডের শর্ট বল পুল করতে গিয়েছিলেন বুমরা। তবে মিস টাইম করে বসেন। সেই বলই তারপর হেলমেটে আছড়ে পড়ে। কানের ঢাকা দেওয়া অংশে আঘাত লাগার পরে দলের ফিজিও পরীক্ষা করে দেখেন।
যাইহোক, আম্পায়াররা বুমরাকে শান্ত করেন। উত্তপ্ত সেই বাক্য বিনিময়ের পরেই বুমরা কভার-পয়েন্ট দিয়ে দুরন্ত বাউন্ডারি হাঁকিয়ে জবাব দেন।
বুমরা-শামিকে অবশ্য শেষ পর্যন্ত ইংরেজ বোলাররা আউট করতে পারেননি। লাঞ্চের পরে ২৯৮/৮-এ ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ইংরেজদের সামনে জয়ের জন্য টার্গেট ২৭২ রান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন