ভারত: ২৭৬/৩
ট্রেন্টব্রিজে শতরান হাতছাড়া করেছিলেন। তবে লর্ডসে আর সেই সুযোগ ছাড়লেন না। লর্ডসের লর্ড হয়ে দ্বিতীয় টেস্টের প্ৰথম দিনেই দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে গেলেন কেএল রাহুল। মার্ক উডের বল কাটে থার্ডম্যান দিয়ে বাউন্ডারি পাঠিয়ে উঠেই হেলমেটে চুমু খেলেন।
টানা বসে থাকতে হয়েছে। সুযোগ জোটেনি। অস্ট্রেলিয়া সফরে গিয়েই একাদশের বাইরে থাকতে হয়েছিল। তবে ইংল্যান্ডে এসে শুভমান গিল এবং মায়াঙ্ক আগারওয়ালের চোটে আচমকাই সুযোগ জুটে গিয়েছিল। সেই সুযোগ দুহাত দিয়ে আঁকড়ে ধরে নটিংহ্যামেই সেঞ্চুরির কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে শেষমেশ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। লর্ডসে অবশ্য কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতরান করেই ছাড়লেন তিনি।
রাহুলের সেঞ্চুরিতে ভর করেই দিনের শেষে চালকের আসনে ভারত। মাত্র তিন উইকেট হারিয়ে ভারত স্কোরবোর্ডে তুলে ফেলেছে ২৭৬। শেষ লগ্নে হাফসেঞ্চুরির ঠিক আগে আউট হয়ে যান কোহলি (৪২)। আপাতত সেঞ্চুরিয়ন রাহুলের (১২৭) সঙ্গে ব্যাট করছেন অজিঙ্কা রাহানে (১)।
আরও পড়ুন: লর্ডসে থামল বাঙালির কীর্তি! ঐতিহাসিক রেকর্ড চুরমার রোহিত-রাহুলের ব্যাটে
কেএল রাহুল এবং রোহিত শর্মা দুজনই ভারতকে প্ৰথম দিনে চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন ওপেনিং পার্টনারশিপে। লর্ডসে ১২৬ রানের ঐতিহাসিক পার্টনারশিপ গড়ে দুজনে ভেঙে দিয়েছিলেন মানকড-পঙ্কজ রায়ের ৬৯ বছরের পুরনো সেঞ্চুরি পার্টনারশিপের রেকর্ড।
রোহিত অল্পের জন্য শতরান মিস করলেও, রাহুল তা করেননি। মেঘলা আবহাওয়ায় টিপিক্যাল ইংলিশ কন্ডিশনে মেঘলা আবহাওয়ায় ব্যাট করতে নেমে কেএল রাহুল, রোহিত শর্মা দুজনেই সতর্কভাবে ইনিংসের গোড়াপত্তন করেন। প্ৰথম ১৫ ওভারে ধীরে সুস্থে খেলার পর দুই ওপেনার খোলস ছেড়ে বেরোন।
রান রেটও আস্তে আস্তে বাড়তে থাকে। হিটম্যানের সামনে এদিন মার্ক উড, জেমস আন্ডারসন, স্যাম কুরানরা কার্যত বিশেষ সুবিধা করতে পারেনি। রোহিত আগ্রাসী ভূমিকা নেওয়ার পরে অন্যপ্রান্তে সেকেন্ড ফিডলের ভূমিকা নেন কেএল রাহুল।
ইংলিশ কন্ডিশনে দুই ওপেনার ই দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন। শতরানের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন রোহিত। তবে আন্ডারসনের বলে ব্যক্তিগত ৮৩ রানের মাথায় ফিরতে হয় হিটম্যানকে। রোহিতকে আউট করে ভারতীয় ইনিংসে প্রথম ধাক্কা দেন আন্ডারসনই। সরাসরি বোল্ড করে রোহিতকে শতরান থেকে বঞ্চিত করেন আন্ডারসন।
আরও পড়ুন: ইন্ডিয়া সিরিজে মুনাফা কোটি কোটি! সৌরভদের কাছে কৃতজ্ঞতায় ঝুঁকল লঙ্কান বোর্ড
রোহিত ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই ভারতকে দ্বিতীয় ঝটকা দেন আন্ডারসন-ই। চেতেশ্বর পূজারাকে (৯) ফিরিয়ে দিয়ে। ১৫০/২ হয়ে যাওয়ার পরে কেএল রাহুল কোহলির সঙ্গেও ১১৭ রানের সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে যান।
লর্ডসে খেলা দেখতে হাজির ছিলেন সৌরভ। জিওফ্রে বয়কটের সঙ্গে সৌরভের বক্সে বসা একটি ছবিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল টেস্ট চলাকালীন। সৌরভের সামনেই ফের একবার লর্ডসে রাজত্ব করে গেলেন রাহুল। ২০১১-র পর ফের একবার লর্ডসের সাম্মানিক বোর্ডে নাম উঠল অন্য রাহুলের। লর্ডস যেন রূপকথা হয়ে হাজির হল কেএল-এর কাছে।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন