/indian-express-bangla/media/media_files/2025/02/11/usJn7HYoRoSNzrBebOXT.jpg)
Reliance India Limited-Oval Invincibles: রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেডের ওভাল ইনভিন্সিবলসে সারের ৫১ শতাংশ অংশীদারিত্ব থাকবে। (ছবি- টুইটার/সারে)
Surrey confirm deal with Reliance: ইংলিশ ক্রিকেট লিগ দ্য হান্ড্রেড-এ ওভাল ইনভিনসিবলস দলের মালিক ইংলিশ কাউন্টি ক্লাব সারে, তাদের সঙ্গে রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড (RIL)-এর অংশীদারিত্বের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সারে জানিয়েছে যে তাদের কাছেই ফ্র্যাঞ্চাইজির ৫১ শতাংশ অংশীদারিত্ব থাকবে। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ওভাল ইনভিনসিবলস। যার ৪৯ শতাংশ শেয়ার থাকবে রিলায়েন্সের হাতে।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি/ECB) দলগুলোর শেয়ার বিক্রি করেছে। যে দলগুলোর শেয়ার বিক্রি করা হয়েছে, সেই তালিকার প্রথম দল হল- ওভাল ইনভিনসিবলস। যার মূল্য, ১২৩ মিলিয়ন পাউন্ড। রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড (RIL/রিল) ৬০ মিলিয়ন পাউন্ডে সংস্থার ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে। উভয়ের মধ্যে আলোচনার পর চুক্তি হয়েছে। তার পরই, সারে একটি বিবৃতি জারি করেছে। ওই বিবৃতিতে রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেডের সহায়ক সংস্থা রাইস ওয়ার্ল্ডওয়াইড (RISE Worldwide)-এর সঙ্গে তাদের চুক্তি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে খবর, 'রাইসের হাতে সংস্থার ৪৯ শতাংশ শেয়ার থাকবে। সারে-র কাছে থাকবে সংখ্যাগরিষ্ঠ ৫১ শতাংশ শেয়ার। ওভাল ইনভিনসিবলসের আশা, মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞতা এবং সাফল্য থেকে তারা উপকৃত হবে।' অম্বানিদের দল দক্ষিণ আফ্রিকা লিগেও দুর্দান্ত ফল করেছে। সেসব অভিজ্ঞতা ওভাল ইনভিনসিবলসের ক্ষেত্রেও অম্বানিরা কাজে লাগাবে বলেই বিশ্বাস সারের।
Surrey County Cricket Club have today announced that Reliance Industries Limited through its subsidiary, RISE Worldwide, is the club’s preferred partner for The Hundred team when its ownership transfers from ECB to Surrey CCC at the end of 2025.
— Surrey Cricket (@surreycricket) February 10, 2025
Subject to the conclusion of… pic.twitter.com/wCdunjAjhq
ওভাল ইনভিনসিবলসের পাশাপাশি অন্যান্য কিছু কাউন্টি দলও দ্য হান্ড্রেডে তাদের শেয়ার বিক্রি করতে চায়। তবে, সারে ওভাল ইনভিনসিবলসে তাদের ৫১ শতাংশ শেয়ার ছাড়তে নারাজ। রাইস (RISE)-এর সঙ্গে তাদের অংশীদারিত্বের কথা বলতে গিয়ে সারে বলেছে, '১৭ বছরেরও বেশি সময় ধরে, এমআই (MI) পরিবার বিশ্বজুড়ে ১১টি লিগ শিরোপা জিতেছে। যার মধ্যে রয়েছে পাঁচটি IPL চ্যাম্পিয়নশিপ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০২৩ সালে প্রথম ডব্লিউপিএল (WPL) এবং মেজর লিগের শিরোপা। শুধু তাই নয়, ২০২৪ সালে আইএলটি২০ (ILT20) এবং ২০২৫ সালে এসএ২০ (SA20) শিরোপাও রয়েছে এমআই পরিবারে।'
আরও পড়ুন- বুমরাকে নিয়ে বিরাট আপডেট, বিশ্বসেরা তারকার সঙ্গে একসারিতে কিংবদন্তি পেসার
মুম্বই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি বলেছেন, 'আমরা দ্য হান্ড্রেডের সবচেয়ে সফল দল ওভাল ইনভিনসিবলসের অংশ হতে পেরে আনন্দিত। মুম্বই ইন্ডিয়ান্স পরিবারে ওদের স্বাগত জানাই। ইংল্যান্ডের ক্রীড়া সংস্কৃতিতে ক্রিকেটের বিশেষ অবদান আছে। ঐতিহ্যময় ওভাল, ক্রিকেটের বিভিন্ন সেরা মুহূর্তের সাক্ষী। আমাদের ঘরের মাঠের জন্য আমরা গর্বিত। আমরা সারের সঙ্গে আমাদের আবেগ এবং নীতি ভাগ করেই আগামিদিনে পথ চলব। আমাদের বিশ্বব্যাপী ক্রিকেট দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা দলগুলিকে আরও উন্নত করতে চাই।'