Advertisment

অন্যায়ভাবে বাদ সূর্যকুমার! কোহলির বিরুদ্ধে গর্জে উঠলেন গম্ভীর

ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচেই জাতীয় দলের জার্সিতে জোড়া অভিষেক ঘটে দুই মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটসম্যানের- সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান। সেই ম্যাচে ওপেন করতে নেমে দুর্দান্ত অভিষেক ঘটান ঈশান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পাওয়ার লড়াই এখন চরমে পৌঁছেছে। চলতি টি২০ সিরিজে ভারতের একমাত্র জয়ী একাদশের সদস্য সূর্যকুমার যাদব মাত্র এক ম্যাচ খেলেই রিজার্ভ বেঞ্চে বসে পড়েছেন। অভিষেকের পরে দ্বিতীয় ম্যাচে সুযোগ না পাওয়ায় সূর্যকুমার যাদবের হয়ে এবার ব্যাট ধরলেন স্বয়ং গৌতম গম্ভীর। সরাসরি বিঁধলেন দলনেতা বিরাট কোহলিকে।

Advertisment

ইএসপিএন ক্রিকইনফো-য় নিজের বক্তব্য রাখতে গিয়ে জাতীয় দলের প্রাক্তন তারকা ওপেনার সূর্যকুমার যাদবের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বলে দিলেন, বেশ কিছু ম্যাচ টানা খেলিয়ে দেখে নেওয়া উচিত টি২০ পরিকল্পনায় মুম্বই ব্যাটসম্যান খাপ খাচ্ছেন কিনা!

আরো পড়ুন: শাস্ত্রীর তোপের মুখে পন্থের ঘাড়ে দোষ চাপালেন অশ্বিন! বিস্ফোরক অভিযোগ স্পিনারের

"পুরো পরিকল্পনায় অবাক লাগছে। বিশ্বকাপের সাত মাস আগে কোহলি প্রস্তুতি শুরু করছে। বিশ্বকাপের পরে আবার পরবর্তী সংস্করণের জন্য প্রস্তুতি সারবে। এটা মোটেই বিচার্য বিষয় নয়। ফর্মটাই আসল। যদি চোট আঘাতের সমস্যা থাকত কী হত! আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যকুমার যাদবের কতটুকু কোহলি দেখেছে।"

এমনটা জানিয়ে ক্রিকইনফো-য় গম্ভীর আরো বলেছেন, "ঈশ্বর না করুন, কারোর চোট লাগুক। তবে বিশ্বকাপের আগে যদি কারোর চোট লাগে। এবং ৪ ও ৫ নম্বর পজিশনে কোনো পরিবর্ত ব্যাটসম্যানের প্রয়োজন হয়, ধরা যাক, শ্রেয়স আইয়ারের বদলে কাউকে নিতে হবে, কাকে নেবে ওরা?"

চলতি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচেই জাতীয় দলের জার্সিতে জোড়া অভিষেক ঘটে দুই মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটসম্যানের- সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান। সেই ম্যাচে ওপেন করতে নেমে দুর্দান্ত অভিষেক ঘটান ঈশান কিষান। তবে ব্যাট করার সুযোগ পাননি সূর্যকুমার। তৃতীয় ম্যাচে মঙ্গলবার রোহিত শর্মা প্রথম একাদশে প্রত্যাবর্তন করতেই বাইরে পাঠিয়ে দেওয়া হয় সূর্যকুমারকে।

আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বেন ঈশান, সূর্যকুমার! আগামী IPL-এ বড়সড় ধাক্কার মুখে চ্যাম্পিয়ন দল

তারপরেই মুখ খুলেছেন গম্ভীর, "স্কোয়াডে রয়েছে এমন কাউকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হোক। অন্তত টানা তিন-চারটে ম্যাচ খেলানো হোক, তারপরেই বোঝা যাবে, সে কোন অবস্থায় রয়েছে। যদি ও পারফর্ম করে তাহলে ওর পরিবর্ত হিসাবে ৪ নম্বর পজিশনে কাউকে ব্যাক আপ হিসাবে রাখতে হবে। সবাই বিশ্বকাপের প্রস্তুতির কথা বলছে, তবে এটাই মোটেই ঠিকঠাক প্ল্যানিং নয়। একই ক্রিকেটারদের বারবার খেলানো হচ্ছে।"

প্রথম একাদশে সূর্যকুমার যাদবের প্রতিযোগিতা আপাতত ৫ নম্বরে শ্রেয়স আইয়ারের সঙ্গে। প্রথম ম্যাচে ৬৭ করার পরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে আইয়ার করেছেন যথাক্রমে ৮ ও ৯। ঘটনা হল, প্রথম একাদশে জায়গা করে নেওয়ার জন্য সূর্যকুমারকে আপাতত বেশ কিছুদিন রিজার্ভ বেঞ্চে বসতে হবে। তারপরে বিকল্প পরিস্থিতিতে সুযোগ মিলতে পারে মুম্বই ইন্ডিয়ান্স তারকার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Gautam Gambhir Indian Cricket Team
Advertisment