ভারত: ১৫৬/৬ (২০ ওভার)
তৃতীয় টি২০ তে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ১৫৭ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ভারত স্কোরবোর্ডে তুলল ১৫৬/৬। ভারতের আরো একবার ব্যাটিং বিপর্যয়ের দিনে রংমশাল জ্বালালেন একা কোহলি। কঠিন পিচে ৪৬ বলে ৭৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে গেলেন। বিপদের দিনে টিম ইন্ডিয়ার ত্রাতা হওয়ার দিনে ১৬৭ স্ট্রাইক রেটে ৮টি বাউন্ডারি, চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান।
কেন তাঁকে বতর্মান প্রজন্মের সেরা ক্রিকেটার বলা হয়, আরো একবার প্রমাণ করলেন বিরাট কোহলি। মোতেরার স্লো পিচে ইংল্যান্ড পেসারদের এক্সট্রা পেসে বাকি ভারতীয় ব্যাটসম্যানরা যেখানে নাকানিচোবানি খেলেন, সেখানেই আলো জ্বালালেন কোহলি।
টসে জিতে এদিন ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন শততম আন্তর্জাতিক টি২০ ম্যাচে খেলতে নামা ইয়ন মর্গ্যান। আর ব্যাট করতে নেমেই ভারত ব্যাকফুটে চলে যায় পরপর উইকেট হারিয়ে। প্রথম দুটি টি২০ ম্যাচে বিশ্রামে ছিলেন রোহিত শর্মা। ক্রিজে থিতু হওয়ার আগেই আউট হয়ে যান তিনি।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ত্রাসের সঞ্চার করেন ফিট হয়ে ফিরে আসা মার্ক উড। শুরুতেই কেএল রাহুলের (০) স্ট্যাম্প ছিটকে দিয়েছিলেন। তারপরে ফেরত পাঠান রোহিতকেও (১৭ বলে ১৫)। এই নিয়ে পরপর তিনটে টি২০ ম্যাচে কেএল রাহুলের স্কোর দাঁড়াল ১, ০, ০।
৭/১, ২০/২ থেকে ভারত একসময় ২৪/৩ হয়ে গিয়েছিল। প্রথম ম্যাচেই ভেলকি দেখানো ঈশান কিষান জর্ডানের বলে হাঁকাতে গিয়ে টপ এজ লেগে উইকেটকিপার বাটলারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন।
দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলার পর কোহলি ঋষভ পন্থের সঙ্গে ক্ষয়ক্ষতি মেরামত করছিলেন। দুজনে স্কোরবোর্ডে ৪০ রান যোগও করে ফেলেন। তবে রান নেওয়ার সময় ভুল বোঝাবুঝির শিকার হয়ে আউট হয়ে যান পন্থ (২০ বলে ২৫)। এর পরে বেশিক্ষণ টেকেননি শ্রেয়স আইয়ারও (৯ বলে ৯)।
৮৬/৫ হয়ে যাওয়ার পরে ভারতের স্কোর ১২০ পেরোবে কিনা, তা নিয়েই সংশয় দেখা দেয়। তবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে তারপরেই ইনিংসের সেরা পার্টনারশিপ গড়ে তোলেন কোহলি। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোতে থাকেন তিনি। হার্দিক ব্যাট হাতে ধুঁকতে থাকলেও কোহলি সাবলীলভাবে হাঁকাতে থাকেন। আর্চার থেকে মার্ক উড কাউকে রেয়াত করেননি তিনি। শেষ পাঁচ ওভারে স্কোরবোর্ডে যোগ করে যান ৭০ রান।
আরো পড়ুন: হতভাগ্য সূর্যকুমার! এক ম্যাচ খেলেই বাদ তারকা ক্রিকেটার
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার
ইংল্যান্ডের প্রথম একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান, বেন স্টোকস, স্যাম কুরান, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন