অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড। মাঠে নেমে ভারতীয়দের আক্রান্ত হওয়ার ঘটনায় বিরাম নেই। নটিংহ্যাম টেস্টের পর ফের একবার ইংরেজ সমর্থকদের রোষের মুখে ভারতীয় ক্রিকেটাররা।
Advertisment
হেডিংলেতে প্লাস্টিক বল ছুড়ে মারার চেষ্টা করা হল মহম্মদ সিরাজকে। লিডস টেস্টের প্রথম দিনেই এমন অনভিপ্রেত ঘটনা। এই ঘটনায় চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন কোহলিও। ঋষভ পন্থ পরে পুরো ঘটনা জানান। পন্থ জানালেন, "কোনও এক দর্শক মহম্মদ সিরাজকে প্লাস্টিকের বল ছুড়ে মারে। এতে বিরাট কোহলি রেগে গিয়েছিল। দর্শকাসন থেকে কেউ যা খুশি বলতে পারে। তবে ফিল্ডারদের দিকে কিছু ছোঁড়া মোটেই উচিত নয়। ক্রিকেটের পক্ষে এটা মোটেই ভাল বিজ্ঞাপন নয়।"
এমন ঘটনার সময় টিভি ক্যামেরায় দেখা গিয়েছিল, ওয়েস্টার্ন টেরেস প্রান্তে কেউ একজন সিরাজকে কিছু একটা বস্তু ছুড়ে আঘাত করতে চাইছে। তারপরেই বাউন্ডারি লাইনের ধারে দাঁড়ানো সিরাজকে কোহলি নির্দেশ দেন সেই বস্তু ফেলে দিতে।
এর আগে অস্ট্রেলিয়া সফরে গত বছর অজি সমর্থকদের হাতে আক্রান্ত হন সিরাজ। গ্যালারি থেকে সিরাজকে সিডনির দর্শকরা বর্ণবিদ্বেষী মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছিল। তারপরই তৎপর হয়ে ক্রিকেট গ্রাউন্ড থেকে সংশ্লিস্ট দর্শকদের বের করে দেওয়া হয়। খেলাও কিছুক্ষণ বন্ধ থাকে। সিরাজ সহ গোটা ভারতীয় দল সেই সময় আম্পায়ারকে অভিযোগ জানায়।
চলতি ইংল্যান্ড সফরেই লর্ডসে এর আগে আক্রান্ত হয়েছেন কেএল রাহুল। লর্ডসে তৃতীয় দিনের শেষ সেশনে ইংরেজ সমর্থকরা বোতলের ছিপি ছুঁড়তে থাকে কেএল রাহুলকে লক্ষ্য করে। হেডিংলেতে টিম ইন্ডিয়া সরকারিভাবে অভিযোগ জানায় কিনা, সেটাই এখন দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন