Advertisment

ফের বাইরে অশ্বিন, টানা ব্যর্থ পূজারাকে রেখেই দল গড়ল ভারত

India vs England 2021: ম্যাচের আগেই ক্যাপ্টেন বিরাট কোহলি লর্ডস টেস্টের একাদশ অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছিলেন। অশ্বিনের জায়গা হয় কিনা, সেটাই ছিল দেখার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২৪ ঘন্টা আগেই সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছিলেন কোহলি। সেটাই কার্যত হল। লিডসে হেডিংলে টেস্টে লর্ডসের একাদশই অপরিবর্তিত রাখল ভারত। টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisment

কোহলি জানিয়ে দিলেন, একাদশে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ, রবিচন্দ্রন অশ্বিন এবং সূর্যকুমার যাদবদের হতাশ হতে হচ্ছে।

আরও পড়ুন: ‘ইংরেজদের নরক দর্শন করাও!’ কোহলির অতি আগ্রাসনে এবার মুখ খুললেন ভনও

লর্ডস টেস্টের জয়ী একাদশে ভারত বদল করে কিনা, সেদিকেই নজর ছিল ক্রিকেট বিশ্বের। চেতেশ্বর পূজারা এবং রাহানে টানা ব্যর্থ ব্যাট হাতে। দুজনে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেও সমালোচকদের সন্তুষ্ট করতে পারেননি। রাহানে একাদশে জায়গা পাওয়া নিয়ে নিশ্চিন্ত থাকলেও পূজারার ভাগ্য নিয়ে সংশয় ছিল।

শ্রীলঙ্কা সফরে সেরে ইংল্যান্ডে চলে এসেছিলেন পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদব। তাই চাপ বাড়ছিল পূজারার ওপর। তবে লিডস টেস্টের দল নির্বাচনে কোহলি বুঝিয়ে দিলেন তাঁর আস্থা এখনও পূজারার ওপরে।

বোলিং অর্ডারেও পরিবর্তনের ভাবনা ভালমতই ছিল টিম ম্যানেজমেন্টের। প্ৰথম টেস্টের পরেই ফিটনেস ইস্যুতে বাইরে চলে গিয়েছিলেন শার্দুল ঠাকুর। তাঁর বদলে নেমে ইশান্ত স্বমহিমায় ধরা দিয়েছেন লর্ডস টেস্টে। তাই তৃতীয় টেস্টের আগেই শার্দুল ফিট হয়ে উঠলেও তাঁকে আপাতত বাইরেই বসতে হচ্ছে।

আরও পড়ুন: কোহলির মাঠের ‘দাদাগিরি’তে পুরো সমর্থন শাস্ত্রীর, বেফাঁস মন্তব্যে ভয়ঙ্কর বিতর্কে নাসের

জাদেজা নিজের জায়গা ধরে রাখতে পারেন কিনা, নজর ছিল সেদিকেই। প্রথম দু টেস্টে ব্যাট হাতে মোটামুটি সফল হলেও বোলিংয়ে চূড়ান্ত ব্যর্থ তিনি। একটাও উইকেট দখল করতে পারেননি এখনও পর্যন্ত। ওভার পিচড লেংথের বল সমালোচনা কুড়িয়েছে ক্রিকেট মহলের। এমন আবহেই অশ্বিনের প্রত্যাবর্তনের সম্ভবনা জোরালো হচ্ছিল। তবে লিডসে জাড্ডুকেই রেখে দল গড়লেন কোহলি।

চলতি বছরে চেন্নাইয়ে শেষবার টস জিতেছিলেন কোহলি। তারপরে এই লিডসে ফের একবার টস জিতলেন। ইংল্যান্ড একাদশে বাদ পড়েছেন ওপেনার ডম সিবলে। চোটের কারণে নেই মার্ক উড। দুজনের জায়গায় নেওয়া হয়েছে দাভিদ মালান এবং ক্রেগ ওভারটনকে। হাসিব হামিদ ওপেন করবেন। তিনে নামবেন দাভিদ মালান।

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Indian Cricket Team Cricket News England
Advertisment