Advertisment

৭৮ অলআউট! কেলেঙ্কারি ঘটিয়ে কোহলিরা 'খুন' ইংরেজদের সুইংয়ে

India vs England 2021: বেনজিরভাবে ধসে পড়ল ভারতীয় ইনিংস। লিডসে ভারত লজ্জার মুখে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত: ৭৮/১০

Advertisment

এডিলেডে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। বছর পেরোনোর আগেই সেই তিক্ত স্মৃতি ফের একবার ধাওয়া করলে ভারতকে। ইংল্যান্ড সফরেই যে এমন কেলেঙ্কারি অপেক্ষা করে রয়েছে, তা ভাবা যায়নি। লিডসে ভারত প্ৰথম ইনিংসে অলআউট ৭৮ রানে। তাসের ঘরের মত ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইনআপ। লর্ডসে ঐতিহাসিক জয়ের পরে লজ্জাজনক কীর্তি ভারতের ব্যাটিংয়ের।

ভারতের কুখ্যাত মিডল অর্ডার লিডসে ফের একবার ভিলেন। পূজারা, কোহলি, রাহানে ধারাবাহিকভাবে টানা ব্যর্থ। বারবারই মিডল অর্ডারে বদল আনার কথা বলা হয়েছে। যদিও কোহলি সযত্নে এড়িয়ে গিয়েছেন।
লিডসেও সেই একই কাণ্ড। প্ৰথম দুই টেস্টেই ভারতের ইনিংসের গোড়াপত্তন দারুণ করে দিয়েছিলেন রোহিত-রাহুল জুটি। তবে লিডসে রাহুল সাততাড়াতাড়ি ফেরত যাওয়ার পরেই পূজারা (১) যথারীতি ব্যর্থ। এরপরে যাবতীয় চাপ এসে পরে মিডল অর্ডারে।

আরও পড়ুন: বিপদের মুখে ফের আউট পূজারা, লিডসেই কি শেষ টেস্ট তারকার, দেখুন ভিডিও

তারপর নিজেদের ফর্মের সঙ্গে সঙ্গতি রেখেই ভারত ধসে গেল। মিডল অর্ডারের বদন্যতায়। দ্বিতীয় টেস্টে ভারতকে বাঁচিয়ে দিয়েছিল বুমরা-শামির ব্যাট। সেটা নিয়মিত হওয়ার নয়। তা হয়ওনি। গোটা ইনিংসে দু অঙ্কের রানে পৌঁছেছেন মাত্র দুজন- রোহিত শর্মা (১৯) এবং রাহানে (১৮)। বাকিরা টেলিফোন নম্বর হয়েই থেকে গেলেন। এতেই প্রকট ভারত কীভাবে ইংরেজ পেসারদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করল বুধবার।

আগের ম্যাচে বুমরাদের কাছে 'অপমানিত' হওয়ার পরে যেন জবাব দিতেই নেমেছিলেন আন্ডারসন। লিডসে টসে জিতে ভারত ব্যাটিং নিয়েছিল। তবে হেডিংলে যে আন্ডারসনের জবাব দেওয়ার মঞ্চ হয়ে থাকবে কে ভেবেছিল!

আরও পড়ুন: কোহলির ব্যাটে ফের ভারতের ভরাডুবি! বিরাট উইকেটে বিশাল কীর্তি আন্ডারসনের

প্ৰথম ওভারেই জেমস আন্ডারসনের শিকারের তালিকায় ভারতের টপঅর্ডারের ত্রয়ী- কেএল রাহুল (০), বিরাট কোহলি (৭) এবং চেতেশ্বর পূজারা (১)। আন্ডারসনের ওপেনিং স্পেলে ধসে যাওয়ার পরে আর ফিরতে পারেনি ভারত।

আরও পড়ুন: লর্ডসের লং রুমে চূড়ান্ত উত্তেজনা! কোহলি-রুটদের বেনজির কুকীর্তিতে স্তম্ভিত বিশ্ব

লাঞ্চের আগেই ভারত রাহানের উইকেট হারিয়ে ৫৬/৪ ধুঁকছিল। লাঞ্চের আগে এবং পরে রাহানে এবং পন্থকে ফিরিয়ে ভারতের প্রত্যাবর্তনের যাবতীয় রাস্তা বন্ধ করে দেন রবিনসন। মার্ক উড চোটে ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের হয়ে নেমেছিলেন ক্রেগ ওভারটন। ভারতের লোয়ার অর্ডারে ধস নামিয়ে তাঁর নামের পাশে তিন উইকেট। স্যাম কুরানও বুমরা এবং জাদেজাকে ফেরত পাঠান।

জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ইংল্যান্ড ১২০/০। রোরি বার্নস (৫২) এবং হাসিব হামিদকে (৬০) সিরাজ-শামিরা কোনও বিপদে ফেলতে পারেননি। ইংল্যান্ড প্ৰথম দিনের শেষেই ৪২ রানের লিড নিয়েছে। হাতে এখনও ১০ উইকেট।

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Cricket News Indian Cricket Team
Advertisment