প্রতি ম্যাচেই ভারতের দল গঠন প্রশ্নের মুখে পড়েছে। বৃহস্পতিবারও ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে প্রশ্নের মুখে পড়ল কোহলির দল গঠন। অভিষেকেই দুরন্ত হাফসেঞ্চুরি করে দলকে জেতানো ঈশান কিষানকে এবার বাদ দেওয়া হল। তার সঙ্গেই বাদ পড়লেন আগের ম্যাচে বিশ্রী বোলিং পারফর্ম করা যুজবেন্দ্র চাহাল।
ঈশান কিষানের জায়গায় প্রথম একাদশে এলেন সূর্যকুমার যাদব। তবে ব্যাট হাতে পরপর তিন ম্যাচে ব্যর্থ হওয়া কেএল রাহুলকে রেখেই দল সাজানো হয়েছে। দলে অন্তর্ভুক্তি ঘটেছে অন্য এক মুম্বই ইন্ডিয়ান্স তারকা রাহুল চাহারের।
আরো পড়ুন: ধোনির স্ট্যাম্প ছিটকে দিয়ে শিরোনামে ২১ বছরের তরুণ! দেখুন ভিডিও, চিনুন CSK-র উঠতি তারাকে
কেন বাদ পড়লেন ঈশান কিষান? কোহলি টসের সময় এসে বলে গেলেন, "ফিল্ডিংয়ের সময় হালকা চোট লাগে ঈশান কিষানের। খুব খারাপ লাগছে। শীঘ্রই ওকে আবার প্রথম একাদশে দেখা যাবে।
যুজবেন্দ্র চাহালের বাদ পড়া কার্যত প্রত্যাশিতই ছিল। আগের ম্যাচে বিশ্রী বোলিং করেছিলেন তিনি। জস বাটলার তাঁর ওপর চড়াও হয়েছিলেন। ৪ ওভারে চাহাল খরচ করেছিলেন ৪১ রান। তারপরে তিনি যে বাদ পড়বেন তা ঠিক হয়ে গিয়েছিল।
টসে ফের হেরেছেন কোহলি। চোখ কান বুজেই কার্যত বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইয়ন মর্গ্যান। ইংল্যান্ড এদিন অপরিবর্তিত দল খেলাচ্ছে।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার
ইংল্যান্ডের প্রথম একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান, বেন স্টোকস, স্যাম কুরান, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন