Advertisment

বিরাটকে সরিয়ে ভারতের ক্যাপ্টেন হলেন রোহিত! ম্যাচের শেষেই কারণ জানালেন কোহলি

মোতেরায় চলতি সিরিজে প্রথমবার প্রথমবার শুরুতে ব্যাটিং করা দল জয়লাভ করল। ভারতের ১৮৬ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে তুলল ১৭৭/৮। ভারতের জয় এল ৮ রানের ব্যবধানে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ক্যাপ্টেন কোহলি নন, ক্যাপ্টেন রোহিতের মস্তিষ্কের জোরেই ভারত টি২০ সিরিজে দারুণভাবে ২-২ করল বৃহস্পতিবার। ম্যাচ শেষ হওয়ার আগেই কোহলি মাঠ ছাড়েন। তাঁকে দেখা যায় ডাগ আউটে বসে থাকতে। দলের নেতৃত্ব সামাল দেন রোহিত শর্মা। কিন্তু কেন ম্যাচের আগেই মাঠ ছাড়লেন ক্যাপ্টেন কোহলি?

Advertisment

ম্যাচের পরেই খোলসা করলেন কারণ। জানালেন, চোট এড়ানোর জন্যই তিনি মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন। কোহলি বলে দেন, "একটা বলকে ধাওয়া করে সেটা থ্রো করি ক্রিজের দিকে। সেই সময় পায়ে সামান্য চোট লাগে। একদমই সাধারণ ঘটনা। একদিনের মধ্যেই চোট সেরে যাওয়ার কথা। আরো পাঁচ ছয় ওভার মাঠে ফিল্ডিং করলে যদি চোট বেড়ে যায়, সেই কারণেই নিজেকে সরিয়ে নিয়েছিলাম।"

আরো পড়ুন: বিতর্কিত সিদ্ধান্তে থামল উপেক্ষিত সূর্যকুমারের ফিফটি, তুঙ্গে ক্ষোভ, দেখুন ভিডিও

যাইহোক, ক্যাপ্টেন না থাকলেও দলের জয় আটকালো না। প্রথমে ব্যাট করে ভারত ইংল্যান্ডকে ১৮৬ রানের টার্গেট দিয়েছিল। তবে ইংল্যান্ড ১৭৭ রানের বেশি তুলতে পারেনি। এই প্রথমবারের মত চলতি সিরিজে কোনো দল শুরুতে ব্যাট করেও জয়লাভ করল। ব্যাটে সূর্যকুমার এবং বোলিংয়ে হার্দিক পান্ডিয়া নজরকাড়া পারফরম্যান্স করে গেলেন।

ম্যাচের শেষের দিকে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হল। একসময় শেষ ওভারে শার্দুল ঠাকুরকে পরপর বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে ব্যবধান অনেকটাই কমিয়ে দিয়েছিলেন জোফ্রা আর্চার। শেষ তিন বলে জয়ের জন্য দরকার ছিল মাত্র ১২ রান। এরপর জোড়া ওয়াইড বল করে বসায় সেই টার্গেট দাঁড়ায় ১০ রানে। তবে এরপর তিন বলে মাত্র ১ রান খরচ করেন শার্দুল।

তার আগে শার্দুল ঠাকুরই ভারতকে ম্যাচে ফেরান। ভারতের ১৮৬ রান তাড়া করতে নেমে বেন স্টোকস-জনি বেয়ারস্টো-র যুগলবন্দি ম্যাচ প্রায় জিতিয়ে দিয়েছিল। চতুর্থ উইকেটে ৬৫ রান যোগ করে ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন দুজনে। তবে ১৫তম ওভারে রাহুল চাহারকে হাঁকাতে গিয়ে আউট হয়ে ফিরে যান বেয়ারস্টো।

তারপরেই খেল দেখান শার্দুল। ১৭তম ওভারের প্রথম ২ বলে পরপর বেন স্টোকস এবং ইয়ন মর্গ্যানকে ফিরিয়ে। বিধ্বংসী ফর্মে থাকা বেন স্টোকস সেই সময় ২২ বলে ৪৬ রানে ব্যাটিং করছিলেন। মর্গ্যান সদ্য ক্রিজে এসেছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Rohit Sharma
Advertisment