/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/EwxIQmCUYAkY5Ov_copy_1200x676.jpeg)
ব্যাটে একদমই ছন্দে নেই কেএল রাহুল। চারটে টি২০ খেললেও ব্যাটে রানের দেখা নেই তারকা ব্যাটসম্যানের। তাই এবার সিরিজ নির্ধারণকারী শেষ টি২০ ম্যাচের প্রথম একাদশ বাদ পড়লেন কেএল রাহুল। টস করতে এসে এমনটাই জানিয়ে দিলেন অধিনায়ক কোহলি।
টসে এদিনও হারলেন কোহলি। শুরুতে আবার ব্যাট করতে হবে টিম ইন্ডিয়াকে। তবে সবথেকে বড় খবর দিলেন তিনি নিজেই। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং পার্টনার হিসাবে দেখা যাবে তাঁকেই। সূর্যকুমার যাদব যথারীতি তিন নম্বরে ব্যাটিং করবেন। ইংল্যান্ডের প্রথম একাদশ অপরিবর্তিত রয়েছে।
আরো পড়ুন: স্মিথকে বড় দায়িত্বে আনল দিল্লি ক্যাপিটালস, ক্যাপ্টেন শ্রেয়সের ভবিষ্যতও চূড়ান্ত হয়ে গেল
প্রথম একাদশে কেএল রাহুলের জায়গায় এদিন অন্তর্ভুক্ত করানো হল টি নটরাজনকে। এদিন টসের পরে কোহলি বলে গেলেন, "টসে হেরে একদম হতাশ নই। পিচ দেখে ভালোই মনে হচ্ছে। আমাদের বুঝতে হবে, কোন কোন ক্ষেত্রে আমাদের উন্নতির অবকাশ রয়েছে। আইপিএলে রান তাড়া করতে আমরা সবাই অভ্যস্ত। দলে একটা পরিবর্তন ঘটাতে বাধ্য হয়েছি আমরা। দুর্ভাগ্যবশত ব্যাটে-বলে ভারসাম্য আনার জন্য বাইরে রাখা হচ্ছে কেএল রাহুলকে। আমি রোহিতের সঙ্গে টপ অর্ডারে নামছি। সূর্যকুমার যাদবকে আরো আমরা সুযোগ দেব। কারণ আমাদের দলে ও-ই এক্স ফ্যাক্টর। টি নটরাজনকেও রাখা হল।"
Team News:
1⃣ change for #TeamIndia as @Natarajan_91 named in the team.
England remain unchanged. @Paytm#INDvENG T20I.
Follow the match 👉 https://t.co/esxKh1iZRh
Here are the Playing XIs 👇 pic.twitter.com/VDKmSdv0Fb— BCCI (@BCCI) March 20, 2021
টি২০ সিরিজে টি নটরাজনের সার্ভিস মিস করেছে টিম ইন্ডিয়া। পুরোপুরি ফিট না থাকায় স্কোয়াডে ছিলেন না তিনি। এর মধ্যেই পঞ্চম টি২০-র আগে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন নটরাজন। চতুর্থ ম্যাচের প্রথম একাদশে না থাকলেও, ডাগ আউটে দেখা গিয়েছিল তাঁকে।
আহমেদাবাদে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে সমর্থকদের প্রিয় নাট্টু বার্তা দেন, “যে কাজকে তুমি ভালবাসো, তা পেশা হিসাবে বেছে নাও। তাহলে আর কখনো কাজ করতে হবে না। টিম ব্লু-র দলে যোগ দিয়ে বেশ উত্তেজিত আমি।”
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, , শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার, নটরাজন
ইংল্যান্ডের প্রথম একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান, বেন স্টোকস, স্যাম কুরান, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us