Advertisment

রাহানে শৌচকর্মে যেতেই গন্ডগোল! ওলটপালট কোহলিদের যাবতীয় রণকৌশল, তুঙ্গে আলোচনা

জাদেজাকে রাহানের আগে ব্যাটিং করতে পাঠানো নিয়ে আলোচনা অব্যাহত। কেন এমন করল ভারত, তা কিছুটা খোলসা করলেন ধারাভাষ্যকাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চেতেশ্বর পূজারা আউট হতেই বিশ্ব ক্রিকেটের চক্ষু ছানাবড়া করে বাইশ গজে ব্যাট করতে নেমেছিলেন রবীন্দ্র জাদেজা। পাঁচ নম্বরে রাহানে, ছয়ে ঋষভ পন্থ। এমনই ছিল ব্যাটিং অর্ডার। তবে জাদেজার ব্যাটিং অর্ডার পাঁচে তুলে আনায় আলোচনা শুরু হয়েছিল কিয়া ওভালের প্ৰথম দিনেই। কোহলির দলের সেই ট্যাকটিক্যাল মুভ নিয়ে এখনও আলোচনা চলছে। জাদেজার ব্যাটিং অর্ডার ট্যাকটিক্যাল বলে দেগে দেওয়া হলেও বাস্তবের ঘটনা অন্যরকম। জানা গিয়েছে রাহানে সেই সময় শৌচকর্ম করতে গিয়েছিলেন টয়লেটে। তাঁর বেরিয়ে আসতে দেরি হওয়াতেই জাদেজাকে সাততাড়াতাড়ি নেমে আসতে হয় ব্যাট হাতে।

Advertisment

রাহানের ব্যাটিং অর্ডার পিছিয়ে দেওয়ায় ব্যাপক আলোচনা শুরু হয় ক্রিকেট মহলে। সম্প্রচারকারী সোনি স্পোর্টস নেটওয়ার্কে নাসের হুসেন, সুনীল গাভাসকার, অজয় জাদেজার মত ক্রিকেট বিশেষজ্ঞরাও সম্ভাব্য কারণ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করতে থাকেন।

আরও পড়ুন: ব্যাট হাতে তান্ডব শার্দুলের! ভাঙলেন বোথামের ঐতিহাসিক রেকর্ডও, তুলকালাম ড্রেসিংরুম

লাঞ্চের ব্রেকে নাসের হুসেন বলে দেন, "জাদেজাকে আগে নামানোর কোনও কারণ জানা নেই। শুনেছি, রাহানে নাকি টয়লেট ব্রেকে ছিল। জাদেজাও ব্যাট প্যাড পরে তৈরি ছিল। তাই জাদেজাকেই হয়ত নেমে যেতে বলা হয়েছে।" তিনি আরও সংযোজন করেন, "তাছাড়া ভারত ওই সময়ে একজন বাঁ হাতিকেই হয়ত নামাতে চেয়েছিল। জাদেজার প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটে সেঞ্চুরি রয়েছে। ও দারুণ ব্যাটসম্যান। তবে ইংল্যান্ডে ভারতের ব্যালান্স এখনও টলমল লাগছে।"

গাভাসকারও রাহানের পরে নামার কারণ হিসেবে সম্ভাব্য লু-ব্রেককে ধরছেন। সোনি স্পোর্টস নেটওয়ার্কে গাভাসকার বলে দিয়েছেন, "রাহানে এসে গ্লাভস পরে বসেছিল। হয়ত ও টয়লেটেই ছিল। আর টিম ম্যানেজমেন্ট পন্থকে নামাতে চায়নি। হয়ত আসলে পন্থের ব্যাটিং অর্ডারই পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ এই সিরিজে জাদেজা পন্থের থেকে বেশিক্ষণ ব্যাটিং করেছে।"

আরও পড়ুন: ইংল্যান্ড ওপেনারের কুকীর্তি দেখেই খাপ্পা কোহলি, সরাসরি অভিযোগ আম্পায়ারকে, দেখুন ভিডিও

তবে রাহানেকে পরের দিকে নামানোর সিদ্ধান্ত কৌশলগত কারণে হলে, অজয় জাদেজা মনে করছেন, তা মানসিকভাবে ধাক্কা দেবে রাহানেকে। "রাহানের মনের মধ্যে কী ঝড় চলছে, সেটা বোঝার চেষ্টা করছি। ও দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। দলের ভাইস ক্যাপ্টেন। মাঠে নামার আগেই ওঁকে যেন বার্তা দেওয়া হল, 'তোমার ব্যাটিং ফর্মে আমরা আশ্বস্ত নই।"

অজয় জাদেজার বিশ্লেষণে সহমত গাভাসকারও। বলেছেন, "এটা হয়ত বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন খেলানোর রণকৌশল হতে পারে। তবে যে একদমই রানের মধ্যে নেই, তাঁর আগে অন্য কাউকে পাঠানো হলে, তার প্রভাব রাহানের ওপর পড়তে বাধ্য।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Ajinkya Rahane
Advertisment