ইংল্যান্ডের ভারতে আসা ইস্তক আম্পায়ারিং বিতর্ক সঙ্গী হয়েছে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে একাধিকবার বিতর্কের ঝড় উঠেছে। বারেবারেই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ঝড় তুলেছে বিতর্কের। ইংল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় একদিনের ম্যাচেও বিতর্ক সঙ্গী হল।
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস ব্যাট হাতে ঝড় তুললেন পুণের মহারাষ্ট্র স্টেডিয়ামে। ৫২ বলে ৯৯ করে দলের জয়ে অনুঘটক হয়ে থাকলেন তিনি। তবে তিনিও তৃতীয় আম্পায়ারের দক্ষিণ্য পেলেন। স্টোকসের রানের সুনামির সৌজন্যেই ভারতের বিশাল রানের টার্গেট পেরিয়ে গেল ইংল্যান্ড। তা-ও আবার ৩৯ রান বাকি থাকতে। তবে ঘটনা হল, একটি রান আউটের আবেদন ভারতের পক্ষে গেলেই চিত্র বদলে যেত।
আরো পড়ুন: অন্যায়ভাবে কাড়া হল পন্থের ৪ রান! ক্ষোভের মুখে বিতর্ক তুঙ্গে, দেখুন ভিডিও
কুলদীপ যাদব দুরন্ত থ্রো-য়ে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলেন। স্টোকস সেই সময় ক্রিজে নিরাপদে পৌঁছেছিলেন কিনা, তা নিয়েই তারপর আলোচনা তুঙ্গে ওঠে।
কুলদীপ ক্ষিপ্র ফিল্ডার নন, এমনটা মনে করেই স্টোকস দ্বিতীয় রান দায়সারা ভাবে দৌড়ান। তবে স্টোকসকে অবাক করে দিয়েই বাউন্ডারি লাইন থেকে সরাসরি থ্রো-য়ে স্ট্যাম্প ভেঙে দেন কুলদীপ।
তারপরেই রিপ্লেতে দেখা যায় কল একদম 'ক্লোজ'। একাধিকবার আলাদা আলাদা কোন থেকে দেখেও আম্পায়ার নির্ধারণ করতে পারেননি। এরপরেই 'বেনফিট অফ ডাউট' এর সিদ্ধান্ত দেওয়া হয় স্টোকসকে।
আরো পড়ুন: সাপে নেই ভয়! কোহলিদের খেলা দেখার জন্য আশ্চর্য কীর্তি সুধীরের, চমকে গেল দেশ
যদিও রুলবুকের নিয়ম বলছে, বেনিফিট অফ ডাউট সবসময় ব্যাটসম্যানের পক্ষেই দেওয়া উচিত। তবে যুবরাজ সিং, ইয়ান বেল, মাইকেল ভন, সঞ্জয় মঞ্জরেকর সহ প্রাক্তন একাধিক ক্রিকেটার তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় সরব হয়েছেন।
যুবরাজ সিং টুইট করেন, "এটা স্পষ্ট আউট। ব্যাটের কোনো অংশ লাইনের ওপারে নেই। মনে হচ্ছে অবশ্য অন্যরকম।" মাইকেল ভনের টুইট, "আমি হলে এটা আউট দিতাম।" ক্রিকইনফো-র এক ভিডিওয় ইয়ান বেল বলেছেন, "জোর রক্ষা পেলাম আমরা। আমার মনে হয় এটা আউট ছিল। টিভিতে পুরোটাই দেখেছি। মনে হয়না, কোনো অংশ লাইনের পিছনে ছিল। বিশেষ করে বেন এরপর যা করল! দল হিসাবে আমরা জোর বেঁচে গেলাম।"
সেই ভিডিওতেই আরো বলেছেন, "আম্পায়ার হওয়ার বড় অংশ হল টেম্পারমেন্ট। কিছু কিছু ক্ষেত্রে আম্পায়াররা এই বিষয়ে মান ধরে রাখতে পারছেন না। এই সময় আম্পায়ারের ওপরেই চাপ ছিল। মাটিতে ঠেকে থাকা ব্যাটের অংশ লাইনে ছিল। যে অংশ আবার ওপরের লাইনের ওপারে ছিল, সেটা আবার মাটি ছুঁয়ে ছিল না।"
ইংল্যান্ডের ইনিংসে ২৬ ওভারে এমন ঘটনা ঘটে। সেই আউট থেকে রক্ষা পেয়ে স্টোকস দলকে জিতিয়ে দেন। ইংল্যান্ড ৬ উইকেটে জয় পায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন