Advertisment

মাঠেই নামতে পারলেন না পূজারা-রোহিত! বড় ধাক্কায় তোলপাড় কোহলির ভারত

India vs England 2021: ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় মাঠে নামতে পারছেন না পূজারা এবং রোহিত শর্মা। বড় আপডেট দিল বিসিসিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইংল্যান্ডের চতুর্থ ইনিংসের সময় ফিল্ডিং করতে নামছেন না রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা। দুজনেই চোটের কবলে পড়ায় আপাতত মাঠে নামা থেকে বিরত রাখা হচ্ছে তাঁদের।

Advertisment

বোর্ডের আপডেটে জানানো হয়েছে, "রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা মাঠে নামবেন না। রোহিতের বাঁ পায়ের হাঁটুতে সমস্যা রয়েছে। পূজারার আবার বাঁ পায়ের গোড়ালিতে চোট লেগেছে। বোর্ডের মেডিক্যাল টিম দুজনের অবস্থা খতিয়ে দেখছে।"

আরও পড়ুন: রাগ আছড়াল দরজায়! আউটের হতাশায় কোহলির সপাটে ঘুসি সাজঘরে! দেখুন ভিডিও

দুজনের চোট কতটা গুরুতর তা অবশ্য জানানো হয়নি। রবিবার বাইরে থাকার পরে সোমবার টেস্টের শেষ দিনেও সম্ভবত দুজনে মাঠে নামবেন না। ১০ তারিখ, আগামী সপ্তাহের শুক্রবার পঞ্চম টেস্ট ম্যাঞ্চেস্টারে। সেই টেস্টের আগেই দুই তারকাকে ফিট করে তোলার পূর্ণ চেষ্টা চালাচ্ছে বোর্ড।

কীভাবে রোহিত বাঁ পায়ের হাঁটুতে চোট পেলেন তা এখনও স্পষ্ট নয়। তৃতীয় দিন ব্যাট করার সময়ে পূজারার গোড়ালি মচকে যায়। রান নেওয়ার সময় নন স্ট্রাইকিং এন্ডে ছোটার সময় দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, পূজারার চোট বেশ গুরুতর।

আরও পড়ুন: ওভালে পন্থ-শার্দুল ধামাকা! রানের পাহাড়ে শ্বাসকষ্ট শুরু ইংল্যান্ডের

চোট পাওয়ার সঙ্গেসঙ্গেই মাটিতে বসে পড়েন তারকা। তারপরেই ফিজিও নীতিন প্যাটেলের ডাক পড়ে। পূজারার পায়ে টেপ লাগানো হয়। ব্যথা নিরোধক মলমের প্রলেপ দেওয়া হয় তাঁকে। সাময়িকভাবে খেলাও বন্ধ রাখতে হয়। সেই অবস্থাতেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন তারকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Rohit Sharma Indian Cricket Team
Advertisment