ইংল্যান্ডের চতুর্থ ইনিংসের সময় ফিল্ডিং করতে নামছেন না রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা। দুজনেই চোটের কবলে পড়ায় আপাতত মাঠে নামা থেকে বিরত রাখা হচ্ছে তাঁদের।
Advertisment
বোর্ডের আপডেটে জানানো হয়েছে, "রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা মাঠে নামবেন না। রোহিতের বাঁ পায়ের হাঁটুতে সমস্যা রয়েছে। পূজারার আবার বাঁ পায়ের গোড়ালিতে চোট লেগেছে। বোর্ডের মেডিক্যাল টিম দুজনের অবস্থা খতিয়ে দেখছে।"
দুজনের চোট কতটা গুরুতর তা অবশ্য জানানো হয়নি। রবিবার বাইরে থাকার পরে সোমবার টেস্টের শেষ দিনেও সম্ভবত দুজনে মাঠে নামবেন না। ১০ তারিখ, আগামী সপ্তাহের শুক্রবার পঞ্চম টেস্ট ম্যাঞ্চেস্টারে। সেই টেস্টের আগেই দুই তারকাকে ফিট করে তোলার পূর্ণ চেষ্টা চালাচ্ছে বোর্ড।
কীভাবে রোহিত বাঁ পায়ের হাঁটুতে চোট পেলেন তা এখনও স্পষ্ট নয়। তৃতীয় দিন ব্যাট করার সময়ে পূজারার গোড়ালি মচকে যায়। রান নেওয়ার সময় নন স্ট্রাইকিং এন্ডে ছোটার সময় দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, পূজারার চোট বেশ গুরুতর।