Advertisment

টি-২০'র সেরার সেরা ক্যাচ নাকি এটাই, নিজের চোখকেই অবিশ্বাস সূর্যকুমারের, দেখুন ভিডিও

জর্ডনের দুর্ধর্ষ ক্যাচের সৌজন্যেই ভারত ১৪৩/২ হয়ে যায়। বার্বাডোজজাত ইংরেজ বোলার সোশ্যাল মিডিয়ায় তারপরেই হিট। নেটিজেনরা এখনো সেই ক্যাচের হ্যাংওভারে আচ্ছন্ন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্রেফ একটা ক্যাচ। একটা ক্যাচেই যে তিনি মহানায়কের মর্যাদা পাবেন, তা শনিবারের ম্যাচের আগে ভাবতেও পারেননি ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস জর্ডন। বলে একদমই নজর কাড়তে পারেননি মোতেরার শেষ টি২০ ম্যাচে। ব্যাটে তো নয়ই! তবে দল হেরে গেলেও ক্রিস জর্ডন ক্রিকেট দুনিয়ায় সম্ভ্রম আদায় করে নিয়েছেন ম্যাজিক-ক্যাচে।

Advertisment

কেএল রাহুলের পরিবর্তে ওপেন করতে নেমে রোহিত শর্মা-বিরাট কোহলি জুটি সুপারহিট। টি২০-র তর্কাতীতভাবে সেরা দুই ব্যাটসম্যান ইংরেজ বোলারদের শুরু থেকেই তুলধোনা করছিলেন।

আরো পড়ুন: আউট হতেই কুকথা বাটলারের, ফুঁসে উঠে তেড়ে গেলেন কোহলি, দেখুন মারাত্মক ভিডিও

৯ ওভারে ৯৪ রানের মাথায় এই জুটিতে ভাঙন ধরে। রোহিত আউট হয়ে যাওয়ার পরে ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। হিটম্যানের প্রস্থানেও রান তোলার গতিতে ভাঁটা আসেনি। সূর্যকুমার মারমুখী মেজাজে দলের স্কোর টেনে নিয়ে যেতে থাকেন। ১৬ বলে ৩২ করে ২০০ স্ট্রাইক রেট নিয়ে ধুন্ধুমার ব্যাটিং করছিলেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা।

তবে আদিল রশিদের বল লং অনে হাঁকাতে গিয়েই বিপত্তি। বল এমনিতে মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছিল। তবে ক্রিস জর্ডন সহজে হার মানেননি। বেশ কিছুদূর থেকে স্প্রিন্ট করে এসে একহাতে বল তালুবন্দি করেন। তারপরে মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছেন তা উপলব্ধি করেই সামনে দাঁড়ানো জেসন রয়কে বল দিয়ে দেন। দ্রুতগতিতে অসম্ভব প্রখর রিএকশন ক্যাচে পুরো বিষয়টি নিখুঁতভাবে সম্পন্ন করে হতবাক করে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে।

জর্ডনের দুর্ধর্ষ ক্যাচের সৌজন্যেই ভারত ১৪৩/২ হয়ে যায়। বার্বাডোজজাত ইংরেজ বোলার সোশ্যাল মিডিয়ায় তারপরেই হিট। নেটিজেনরা এখনো সেই ক্যাচের হ্যাংওভারে আচ্ছন্ন।

সূর্যকুমার যাদব ফিরে যাওয়ার পর বিরাট কোহলি (৫২ বলে ৮০) এবং হার্দিক পান্ডিয়া (১৭ বলে ৩৯) দলকে পাহাড়প্রমাণ ২২৪ রানে পৌঁছে দেন। জবাবে ইংল্যান্ড ফিনিশ হয়ে যায় ১৮৮/৮-এ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team England
Advertisment