কেকেআরে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। তারপরে ঘরোয়া ক্রিকেটেও দুরন্তভাবে নিজেকে মেলে ধরেছিলেন নাইট তারকা প্রসিধ কৃষ্ণ। তারপরেই ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল তাঁকে। তবে সিরিজের প্রথম ম্যাচেই যে প্রথম একাদশে সুযোগ জুটে যাবে, তা বোঝা যায়নি!
পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জোড়া অভিষেক ঘটছে ভারতীয় দলে। একজন প্রসিধ কৃষ্ণ। দুই হার্দিক পান্ডিয়ার ভাই ক্রুনাল পান্ডিয়া। এদিন টসের সময়েই দলের প্রথম একাদশ ঘোষণা করে দেন কোহলি। টসে আরো একবার হেরেছেন ক্যাপটেন কোহলি। ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান টসে জিতে ফের বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরো পড়ুন: IPL শুরুর আগেই ধাক্কা KKR-এর! সাকিব হয়ত নেই পুরো টুর্নামেন্টেই
টানা জাতীয় দলের বাইরে থাকার পরে এবার প্রথম একাদশে রাখা হয়েছে কুলদীপ যাদবকেও। ইংল্যান্ডের হয়ে স্যাম বিলিংস, মঈন আলি এবং টম কুরান প্রথম একাদশে প্রত্যাবর্তন করেছেন।
যাইহোক, টসে হারলেও প্রথমে ব্যাট করতে পেরে খুশি কোহলি। বলে দিলেন, "প্রথমে ব্যাট করতে পেরে ভালো লাগছে। সন্ধ্যার দিকে আবহাওয়া বেশ কিছু পরিবর্তন হবে। আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। স্কোরবোর্ডে যাতে বড় স্কোর খাড়া করতে পারি, এখন সেটা আমাদের দায়িত্ব। শেষবার যখন ইংল্যান্ডের বিপক্ষে এখানে খেলি, সেই অভিজ্ঞতা বেশ ভালো ছিল। বর্তমানে আমাদের দলের গভীরতা এমনই যে যেকোনো কিছু করতে আমরা প্রস্তুত। কেএল রাহুল ৫ নম্বরে ব্যাট করার সঙ্গেই কিপিং করবে।"
আরো পড়ুন: বিশ্বকাপে কি বাদ পড়ছেন ‘ফ্লপ’ রাহুল! সাফ জবাব দিলেন রোহিত শর্মা
কেএল রাহুল কিপ করায় বাদ পড়তে হল ঋষভ পন্থকে। এদিকে, একদিনের সিরিজে নজর থাকবে শিখর ধাওয়ানের বিরুদ্ধে। টি২০ একাদশে এমনিতেই জায়গা হারিয়েছেন তিনি। এরপরে একদিনের একাদশে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন তিনি।
ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ
ইংল্যান্ড প্রথম একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান, জস বাটলার, বেন স্টোকস, স্যাম বিলিংস, মঈন আলি, স্যাম কুরান, টম কুরান, আদিল রশিদ, মার্ক উড
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন