/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/imgonline-com-ua-twotoone-q2B1Ku5EYS_copy_1200x676.jpg)
বিশ্রীভাবে হার। তারপরে দেশের মহিলা ক্রিকেটারই চরম অপমান করে বসলেন ইংল্যান্ডের পুরুষ দলকে। যা নিয়ে আহমেদাবাদ টেস্টের পরেই বিতর্ক তুঙ্গে। ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের সদস্য আলেকজান্দ্রিয়া হার্টলে দু-দিনের মধ্যে হেরে যাওয়ার জন্য কৌতুক করে ধন্যবাদ দিয়ে দেন পুরুষ দলকে। যাতে মহিলা ক্রিকেট দলের খেলা সকলে উপভোগ করতে পারে। এটাই ভালোভাবে নেননি ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটাররা।
মোতেরায় মাত্র দু-দিন হেরে বসার পরে ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার হার্টলে টুইট লড়ে লেখেন, "আজ রাতেই মহিলা ক্রিকেট দল নামছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তার আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ভালো লাগছে। সরাসরি খেলা দেখুন বিটি স্পোর্টসে।"
আরো পড়ুন: পিচ বিভ্রাটে আইসিসির হস্তক্ষেপ চাইলেন রুট! বিতর্ক বাড়ালেন ম্যাচের পরেই
Pray, do tell. pic.twitter.com/bRY6fJbsAb
— Isabelle Westbury (@izzywestbury) February 25, 2021
এমন টুইটের পরেই যেন আগুনে ঘি পড়ে! ভারত সফরে আসা ইংল্যান্ডের ওপেনার রোরি বার্নস হার্টলের টুইট শেয়ার করে একহাত নেন দেশের মহিলা ক্রিকেটারকে, "পুরুষরা কিন্তু মহিলাদের সমর্থন করে। খুব হতাশাজনক ব্যবহার।" রোরি বার্নসের সেই টুইট লাইক করেন বেন স্টোকস এবং জেমস আন্ডারসনও।
আরো পড়ুন: মোদি স্টেডিয়ামে কীভাবে আদানি-রিল্যায়েন্স এন্ড! আসল রহস্য জানা গেল এবার
Average tweet. Don’t think any of the men’s team would have been “👏🏼👏🏼👏🏼” if the women lost. https://t.co/4dgW7NMEeM
— Ben Duckett (@BenDuckett1) February 25, 2021
অন্য ইংরেজ ক্রিকেটার বেন ডাকেটও হার্টলেকে সমালোচনায় বিদ্ধ করেন, "খুব নিম্নমানের টুইট। মনে হয়না মহিলারা হারলে কোনো পুরুষ ক্রিকেটার এভাবে হাততালি দেওয়ার ইমোজি দিত!"
বিতর্ক দানা বাঁধছে বুঝতে পেরেই রোরি বার্নস আবার নিজের টুইট ডিলিট করে দেন। তবে বিতর্ক থামছে না।
ইংল্যান্ড প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও একদম ব্যর্থ। মাত্র ৮১ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের টার্গেট দাঁড়ায় মাত্র ৪৯। যা কোনো উইকেট না হারিয়েই টিম ইন্ডিয়া তুলে দেয় মাত্র ৭.৪ ওভারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন