Advertisment

দলের ব্যর্থতায় অশ্বিনকে দুষলেন হরভজন

সাউদ্যাম্পটনে ভারতের হারের জন্য রবিচন্দ্রন অশ্বিনকেই আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হরভজন সিং। ভাজ্জির একটাই বক্তব্য, যে পিচে মইন আলি সফল হলেন সেখানে অশ্বিন কেন পারলেন না!

author-image
IE Bangla Web Desk
New Update
Harbhajan Singh and Rabichandran Ashwin

দলের ব্যর্থতায় অশ্বিনকে দুষলেন হরভজন

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টে ভারত ৬০ রানে হেরেছে। এরই সঙ্গে ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ জিতে নিয়েছে। সাউদ্যাম্পটনে ভারতের হারের জন্য রবিচন্দ্রন অশ্বিনকেই আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হরভজন সিং। ভাজ্জির একটাই বক্তব্য, যে পিচে মইন আলি সফল হলেন সেখানে অশ্বিন কেন পারলেন না! মইন পেয়েছেন ন’টি উইকেট। সেখানে অশ্বিনের ঝুলিতে এসেছে তিনটি।

Advertisment

হরভজন জানিয়েছেন যে, মইন শুষ্ক স্পিন সহায়ক পিচের ফায়দা তুলে সাফল্য পেয়েছেন। এই পিচ অফ-স্পিনারদের জন্য আদর্শ বলেই মত তাঁর। পিচের অমসৃণ জায়গাগুলোতে বল রেখেই মইন এত উইকেট পেয়েছেন বলেই মনে করছেন পঞ্জাব পুত্তর। ভাজ্জি জানান, “গোটা সিরিজে এই প্রথম ইংল্যান্ডের স্পিনাররা আমাদের স্পিনারদের থেকে ভাল বল করেছে। অশ্বিন উইকেট নিতে পারেনি বলেই আমরা সিরিজে ১-৩ পিছিয়ে গেলাম।’’

আরও পড়ুন: কুকের সর্বকালের সেরা একাদশে নেই কোনও ভারতীয়

সিরিজের তৃতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন অশ্বিন। যদিও অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন যে, অশ্বিন চোট সারিয়ে খেলার জন্য প্রস্তুত। কিন্তু অশ্বিনের চোট পুরো সারেনি বলেই মনে করছেন ভাজ্জি। তাঁর মতে অশ্বিনের চোট সেরে গেলে ও ভাল বল করত। ভাজ্জির এ প্রসঙ্গে সংযোজন, “আমি জানি না অশ্বিনের চোট কত’টা গুরুতর। এটা টিম ম্যানেজমেন্ট ভাল জানে। আর ও যদি সত্যিই ফিট হয়ে যায় তাহলে এরকম বোলিং ওর থেকে আশা করা যায় না।’’অন্যদিকে মইন আলির ভূয়সী প্রশংসা করে হরভজন বলছেন, “২০১৪ সালে মইন দারুণ বল করেছিল। এবারও করল। সেই একই ভেন্যুতে। ভারত মইনের কোনও সমাধান পেল না।’’

Harbhajan Singh
Advertisment