IND vs ENG 1st Test Toss Update: বাজল হেডিংলে টেস্টের দামামা, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

India vs England 1st Test 2025: ইতিমধ্যে বেজে গিয়েছে হেডিংলে টেস্ট ম্য়াচের দামামা। এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল।

India vs England 1st Test 2025: ইতিমধ্যে বেজে গিয়েছে হেডিংলে টেস্ট ম্য়াচের দামামা। এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল।

author-image
Koushik Biswas
New Update
Ben Stokes and Shubman Gill

বেন স্টোকস এবং শুভমান গিল

India vs England Toss Update: ভারত এবং ইংল্যান্ডের মধ্য়ে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হয়ে গেল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। দুটো দলই আপাতত মাঠে নামার জন্য অপেক্ষা করছে। এই ম্যাচে টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) নেতৃত্ব দেবেন শুভমান গিল (Shubman Gill)। এই সিরিজের প্রথম ম্য়াচটা ভারত যে কোনও মুল্যে জিততে চাইবে। ১-০ ব্যবধানে এগিয়ে থাকতে চাইবে তারা। ছেড়ে কথা বলবে না বেন স্টোকসের (Ben Stokes) সৈন্যদলও। প্রসঙ্গত, এই ম্য়াচটা লিডসের হেডিংলে ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

Advertisment

একনজরে টিম ইন্ডিয়ার রেকর্ড

হেডিংলে ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্য়াচ আয়োজন করা হবে। এই মাঠে টিম ইন্ডিয়া ১৯৫২ সালে প্রথম ম্য়াচ খেলতে নেমেছিল। যদিও এই ম্য়াচটা হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এখনও পর্যন্ত ভারত এই মাঠে সাতটি টেস্ট ম্য়াচ খেলেছে। ইতিমধ্যে মাত্র ২ ম্য়াচে তারা জয়লাভ করেছে। একটি ম্য়াচ ড্র হয়েছে এবং বাকি ৪ ম্য়াচে তারা হেরে গিয়েছে।

Advertisment

India-England First Test Match Weather Report: বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-ইংল্যান্ড টেস্ট? জেনে নিন, কেমন থাকবে লিডসের ওয়েদার

টস হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বললেন, 'আমরাও প্রথমে বল করার চিন্তাভাবনাই করেছিলাম। তবে সূর্যের দেখা পাওয়া গিয়েছে। আশা করছি, প্রথমদিন আমরা যথেষ্ট ভাল ব্যাটিং করতে পারব। তিন নম্বরে ব্যাট করতে নামছে সাই সুদর্শন। এছাড়া প্রথম একাদশে এসেছে শার্দূল ঠাকুর।'

IND vs ENG 1st Test Live Streaming: একেবারে ফ্রি, লাগবে না ১ টাকাও! কোথায়-কীভাবে দেখবেন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ?

২০২১ সালে শেষবার টিম ইন্ডিয়া এই মাঠে খেলেছিল। সেইসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। যদিও এই ম্য়াচে ভারত হেরে গিয়েছিল। শুক্রবার (২০ জুন) হেডিংলে ক্রিকেট স্টেডিয়ামে ভারত অষ্টম টেস্ট ম্য়াচ খেলতে নামছে।

IND vs ENG 1st Test Pitch Report: পিচ না সবুজ গালিচা? লিডসের উইকেটে ঘাস দেখে ঘুম উড়ল শুভমানদের

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বি সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

Ind vs Eng 1st Test: শুভমানের পার্টনারের অভিষেক প্রথম টেস্টে! কেমন হচ্ছে ভারতের প্লেয়িং ইলেভেন?

এক নজরে ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক) জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডেন কার্স, জস টাং, শোয়েব বশীর।

Ben Stokes Indian Cricket Team Shubman Gill India vs England