/indian-express-bangla/media/media_files/2025/06/20/ind-vs-eng-1st-test-pitch-report-2025-06-20-03-09-06.jpg)
ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্য়াচের পিচ রিপোর্ট
India vs England: শুক্রবার অর্থাৎ ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য দুই দলের ক্রিকেট সমর্থকরাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজের প্রথম ম্য়াচটা লিডসে আয়োজন করা হয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার টিম ইন্ডিয়া এই ফরম্য়াটে কেমন পারফরম্য়ান্স করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হেডিংলে উইকেটের একটি ছবি ভাইরাল হতে শুরু করেছে। গোটা মাঠে যেমন ঘাস দেখতে পাওয়া যাচ্ছে, উইকেটকে তার থেকে একেবারে আলাদা করা যাচ্ছে না। আর এই ছবি দেখেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন। এমন উইকেট যে টিম ইন্ডিয়ার রাতের ঘুম কেড়ে নেবে, সেকথা আর আলাদা করে বলার দরকার নেই।
হেডিংলে ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ২ ম্য়াচই জিতেছে ভারত
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এই মাঠে মোট সাতটি টেস্ট ম্য়াচ খেলা হয়েছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়া মাত্র ২ ম্য়াচে জয়লাভ করেছে। ইতিমধ্যে ইংল্যান্ড জিতেছে চারটে ম্য়াচে। বাকি একটি ম্য়াচ ড্র হয়েছে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ১৯৫২ সালে প্রথম টেস্ট ম্য়াচ এই মাঠে খেলা হয়েছিল। সেই ম্য়াচে অবশ্য জয়লাভ করেছিল ইংল্যান্ড। টিম ইন্ডিয়া এই মাঠে ১৯৮৬ সালে জয়লাভ করে। ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে ২৭৯ রানে হারিয়েছিল। এরপর দ্বিতীয়বার ২০০২ সালে টিম ইন্ডিয়া এই মাঠে জয়লাভ করে। এবার ব্রিটিশদের ভারত এক ইনিংস এবং ৪৬ রানে পরাস্ত করেছিল।
যদিও ২০২৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের ব্যাপারে অবশ্য যথেষ্ট আত্মবিশ্বাসী শুভমান গিল। ম্যাচের আগে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, '২০২৫ আইপিএল চলাকালীন রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। ইংল্যান্ড সফর নিয়ে তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এই পরামর্শ আমার কাছে আগামীদিনের পাথেয় হবে।'
IND vs ENG: অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি, আবেগে ভাসলেন শচীন
৪ নম্বর পজিশন নিয়ে দিলেন জবাব
বিরাট কোহলি টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করার পর প্রত্যেকেই আপাতত টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের দিকে তাকিয়ে রয়েছে। ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে অধিনায়ক শুভমান গিল চার নম্বরে ব্যাট করতে নামবেন। এই ব্য়াপারেও মুখ খুললেন শুভমান। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, 'বিরাট ভাই অবসর গ্রহণ করার পর দলের হেড কোচের সঙ্গে আমার আলোচনা হয়েছে। চার নম্বরে কে ব্যাট করতে নামবেন, সেটা নিয়েও দীর্ঘক্ষণ কথা হয়। এরপরই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আমি এই ৪ নম্বর জায়গায় ব্যাট করতে নামব।'