ভারত ৩০৭/৬ (৮৭ ওভার)
ইংল্যান্ড
প্রথম দিন: টস জিতে ফিল্ডিং করছে ইংল্যান্ড
এজবাস্টন ও লর্ডস টেস্টে ব্যাক-টু-ব্যাক হেরেছে ভারত। শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। ক্যাপ্টেন বিরাট কোহলি ও ভাইস ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের ১৫৯ রানের পার্টনারশিপে ভর করে ভারত প্রথম দিনেই ৩০০-র গণ্ডী পার করে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এদিন মাত্র তিন রানের জন্য সিরিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটা মাঠে রেখে আসেন কোহলি। অন্যদিকে রাহানেও পেতে পারতেন সেঞ্চুরি।
আরও পড়ুন: ফ্যানেদের পাশে থাকার আবেদন কোহলির
ঘুরে দাঁড়ানোর টেস্টে ভারত টস হেরে ব্যাট করতে নামে। কিন্তু ভারতের প্রথম তিন ব্যাটসম্যান আবারও বডড় রান করতে ব্যর্থ হন। শিখর ধাওয়ান (৩৫), লোকেশ রাহুল (২৩) ও চেতেশ্বর পূজারা (১৪) ফিরে যাওয়ার পর ফের সেই ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামেন কোহলি। তাঁকে দুরন্ত সঙ্গ দেন রাহানে। চতুর্থ উইকেট পার্টনারশিপে তাঁদের ১৫৯ রানের ইনিংসে ছিল সংযমের পরিচয়। ৪০ ওভার ক্রিজে ছিলেন দু’জনে। এদিন আরও একটা সেঞ্চুরি প্রায় পেয়েই গিয়েছিলেন কোহলি। কিন্তু ৯৭ রানের মাথায় বেন স্টোকসের বলে আদিল রাশিদের হাতে প্রথম স্লিপে ধরা পড়ে যান। অন্যদিকে রাহানের ব্যাটও থামে ৮১ রানে। এরপর হার্দিক পাণ্ডিয়া ১৮ রানে ফিরে যান। দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ৩০৭। ২২ রানে ক্রিজে আছেন ঋষভ পন্থ। দেশের জার্সিতে টেস্ট অভিষেক করলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।