লর্ডসে বুমরা-আন্ডারসনের আগুনে স্মৃতি এখনও টাটকা ক্রিকেট মহলের। বুমরার একের পর এক শর্ট বল আছড়ে পড়েছিল আন্ডারসনের শরীর লক্ষ্য করে। সেই ঘটনার পরে অনেক জল গড়িয়ে গিয়েছে। আন্ডারসন সরাসরি সংবাদমাধ্যমে এসে অভিযোগ করেছেন, তাঁকে আহত করার উদ্দেশ্য নিয়েই বোলিং করছিলেন বুমরা।
সেই ঘটনার পরে প্রথমবার মুখ খুলে অবশ্য গোটা অভিযোগ অস্বীকার করলেন বুমরা। স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরা জানালেন, তারকা পেসারকে আহত করার কোনও অভিপ্রায় ছিল না তাঁর। বরং দ্রুত আউট করার জন্যই ঝাঁপিয়ে পড়েন তিনি।
আরও পড়ুন: ব্যক্তিগত ঝামেলাতেই বাদ অশ্বিন! কোহলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইংরেজ তারকার
স্কাই স্পোর্টসে বুমরা দীনেশ কার্তিককেন দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দেন, "বিস্তারিত বিবরণে যেতে চাই না। তবে মাঠে নামার সময় কখনই ব্যাটসম্যানদের আহত করা অথবা টার্গেট করার উদ্দেশ্য থাকে না আমাদের। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ক্ষেত্রে এটা আমরা প্রায়ই করে থাকি। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় গেলে এরকম ঘটনাই আমাদের সঙ্গে ঘটে।"
বুমরার আরও সংযোজন, "তবে দিনের শেষে কিছু কথাবার্তার আদান প্রদান হয়, যেটা মোটেই মধুর ছিল না। দল হিসেবে এতে বেশ অসন্তুষ্ট হই আমরা। সেই সময়ে আমি এতটাই পরিশ্রান্ত ছিলাম যে আমি সবকথা শুনতেও পাইনি। যদিও সতীর্থরা সব শুনেছিল। সাধারণত আমি রেগে যাইনা। তবে গোটা ঘটনা শোনার পর বেশ রেগে গিয়েছিলাম।"
আরও পড়ুন: রাহানে শৌচকর্মে যেতেই গন্ডগোল! ওলটপালট কোহলিদের যাবতীয় রণকৌশল, তুঙ্গে আলোচনা
বুমরা এরপরে সাফ জানিয়েছেন, লর্ডসেই পাল্টা জবাব দেওয়ার জন্য মুখিয়ে ছিলেন তিনি। তবে বল নয় ব্যাট হাতে ধামাল মাচিয়েছিলেন তারকা। ৩৪ রানে অপরাজিত থেকে দলকে দুরন্ত লিড এনে দিতে সাহায্য করেন। মহম্মদ শামির সঙ্গে ৮৯ রানের জুটিতে দলকে ২৯৮ রানে পৌঁছে দেন। জবাবে ইংল্যান্ড মাত্র ১২০ রানে অলআউট হয়ে যায়। ভারতের জয় আসে ১৫১ রানে।
আরও পড়ুন: মাঠে নেমেই বেয়ারস্টোকে ‘আক্রমণ’! ইংল্যান্ডের মাঠে কুখ্যাত কাণ্ডে চরম শোরগোল, দেখুন ভিডিও
বুমরা বলছিলেন, "ঘটনাটা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে আমি দশগুণ প্রত্যাঘাত হানতে তৈরি ছিলাম। সবাই চার্জড আপ হয়ে উঠে পাল্টা লড়াই দিতে প্রস্তুত ছিল। তবে সকলেরই মাথায় ছিল আমরা এখানে নামার উদ্দেশ্য কী! সেই আগুনে মানসিকতা আমরা পজিটিভভাবে ব্যবহার করতে চেয়েছিলাম। সেটা হয়েওছিল।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন