বাবা প্রয়াত হয়েছেন কিছুদিন আগে। দেখে যেতে পারেননি সন্তানের অভিষেক। তাই এবার জাতীয় দলের ক্যাপ পেয়েই বাবার স্মৃতিতে তা আকাশের দিকে তুলে ধরলেন ক্রুনাল পান্ডিয়া। পুনেতে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম ওডিআইয়ের আগেই এমন আবেগঘন দৃশ্য দেখা গেল মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের মাঠে। যা চোখে জল এনে দিল ক্রিকেটপ্রেমীদের।
একদিনের সিরিজের প্রথম ম্যাচেই এদিন অভিষেক ঘটালেন ক্রুনাল পান্ডিয়া এবং প্রসিধ কৃষ্ণ। অভিষেককারী ক্রুনাল জাতীয় দলের ক্যাপ নিলেন ভাই হার্দিক পান্ডিয়ার কাছ থেকে। তারপরেই দুই ভাই একে অন্যকে জড়িয়ে ধরলেন। এরপরে সেই ক্যাপ সরাসরি আকাশের দিকে উঁচু করে প্রয়াত বাবাকে স্মরণ করলেন। চোখে তখন জলের বন্যা। চোখ মুছে ফেললেন নিজেই।
আরো পড়ুন: IPL শুরুর আগেই ধাক্কা KKR-এর! সাকিব হয়ত নেই পুরো টুর্নামেন্টেই
বাবা প্রয়াত হওয়ার পরে ক্রুনাল নিজের ইনস্টাগ্রাম একাউন্টে লিখেছিলেন, "ভাবতেই পারছি না, তুমি আমাদের মধ্যে নেই। তুমি চলে যাওয়ার পর শূন্যতা উপলব্ধি করার মত ফুরসতই পাইনি। আরো কত কিছু করার, বলার বাকি ছিল! প্রতিদিন তোমাকে মিস করছি। যাঁরা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।"
আরো পড়ুন: বিশ্বকাপে কি বাদ পড়ছেন ‘ফ্লপ’ রাহুল! সাফ জবাব দিলেন রোহিত শর্মা
দুই তারকা ভাইয়েরই ঘনিষ্ঠ ছিলেন তাঁদের পিতা। ক্রুনাল আরো একটি পোস্টে লিখেছিলেন, "আমার প্রথম কোচ, সবথেকে বড় সমালোচক এবং বেস্ট ফ্রেন্ড। তোমার শিক্ষা সবসময় হৃদয়ের কাছে থাকবে।"
ভারতের জার্সিতে যেমন হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া দুই ভাই খেলবেন, তেমনই ইংল্যান্ডের জার্সিতে খেলবেন দুই ভাই- স্যাম কুরান এবং টম কুরান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন