আগ্রাসী। প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়ার মানসিকতা। ক্যাপ্টেন কোহলি মাঠে নামলেই যেন আগুন ঝরে পড়ে। লিডসে তৃতীয় টেস্ট খেলতে নামার আগেই প্রাক্তন ইংল্যান্ডের নেতা মাইকেল ভন প্রশংসায় ভরিয়ে দিলেন কোহলিকে। ব্যাটে রান পাচ্ছেন না কোহলি। তবু প্রতিপক্ষের অন্যতম সেরা তারকা জেমস আন্ডারসনের দিকে তেড়ে যাওয়া থেকে বিরত থাকেননি কিং কোহলি।
সেই বিষয়েই এবার মুখ খুললেন মাইকেল ভন। আর এই অতি আগ্রাসনের জন্যই প্রচারের চড়া লাইট সবসময়ে ঘিরে থাকে কোহলির। এমনটাই জানালেন ভন। তিনি বলছেন, কোহলির জন্যই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে উত্তপ্ত পরিস্থিতিতে জয়ী হিসেবে বের হতে পারল।
আরও পড়ুন: কোহলির মাঠের ‘দাদাগিরি’তে পুরো সমর্থন শাস্ত্রীর, বেফাঁস মন্তব্যে ভয়ঙ্কর বিতর্কে নাসের
ক্রিকবাজ-কে ভন জানিয়েছেন, "কোহলি কখনও কখনও নিজের ওপরে সমস্ত টেনশন নিয়ে নেয়। রান না পেলেও ওঁর কাজকর্মে, যেভাবে দল পরিচালনা করে, সেই জন্যই স্পটলাইট সবসময় ওঁর ওপরে থাকে।"
লর্ডসে পঞ্চম দিনে কোহলির সতীর্থদের তাতাতে টিম মিটিংয়ে বক্তব্য রেখেছিলেন। কোহলি দলের বোলারদের উদ্বুদ্ধ করতে বলেছিলেন, ইংল্যান্ড ব্যাটসম্যানরা যেন বাকি ৬০ ওভারে নরক দর্শন করতে পারে, সেই বিষয় নিশ্চিত করতে হবে। তারপরেই ভারতীয় বোলারদের অতিমানবীয় সেই পারফরম্যান্সে ইংরেজদের ওপরে চড়াও হওয়া। মাত্র ১২০ রানে গুটিয়ে দেওয়া। ভারতের জয় আসে ১৫১ রানে।
আরও পড়ুন: ব্যাটে-বলে টানা ব্যর্থ দুই তারকা! লিডস টেস্টে কোহলির দল থেকে ছাঁটাই হয়ত দুজন-ই
সেই প্রসঙ্গে ভন জানিয়েছেন, "শেষদিনে কোহলির ওই বক্তৃতা, যেখানে ওঁকে বলতে শুনেছি, ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নরকের অনুভূতি দিতে হবে। কেউ যেন হাসিমুখে না বোলিং করে! এটাই সেরা বার্তা। এভাবেই টেস্ট জেতা যায়। হাই লেভেলের স্পোর্টসে বিজয়ী হয়ে ফেরা যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে ওঁদেরই ঘরের মাঠে ভারত নেমেছে। তাই ভারত কেন ওদের সঙ্গে মাঠে হাসি মুখে খেলবে? পিচে কেন বন্ধুত্বপূর্ণ আচরণ করবে? মাঠের বাইরে ওঁরা হাত মেলাতেই পারে। কিন্তু মাঠে কখনই নয়।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন