Advertisment

ওভাল টেস্টে ভাইস ক্যাপ্টেন বদলাল ইংল্যান্ড! বড় সিদ্ধান্ত ম্যাচের ঠিক একদিন আগে

জস বাটলার খেলছেন না। তাই তাঁর জায়গায় এবার সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হল মঈন আলিকে। রুটের ডেপুটি হিসাবে ওভালে খেলবেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতের বিরুদ্ধে খেলতে নামার একদিন আগেই ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হল মঈন আলিকে। বুধবার ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, মঈন আলি চতুর্থ টেস্টে জো রুটের ডেপুটির ভূমিকা পালন করবেন।

Advertisment

ইসিবির টুইট, "ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে মঈন আলিকে সহ অধিনায়ক করা হল। তোমাকে শুভেচ্ছা মো।"

জো রুট চলতি সিরিজে অপ্রতিরোধ্য ফর্মে রয়েছেন। ইতিমধ্যেই তিন টেস্টে ৫০০ প্লাস রান করে ফেলেছেন ইংরেজ অধিনায়ক। ওভাল টেস্টেও রুট যদি নিজের চেনা ছন্দে থাকেন তাহলে ভারতের বিড়ম্বনা যে বাড়বে, তাতে সন্দেহ নেই। হেডিংলেতে ইংল্যান্ডকে স্বস্তি জুগিয়ে রান পেয়েছেন দুই ইংরেজ ওপেনার হাসিব হামিদ, রোরি বার্নস। দুজনেই হাফসেঞ্চুরি করেছেন। সেই সঙ্গে ইংরেজদের সেরা অস্ত্র হিসাবে রয়েইছেন ভিন্টেজ জেমস আন্ডারসন।

আরও পড়ুন: সৌরভ-শাস্ত্রীর কুখ্যাত সেই ঘটনা! এতদিন পরে ফের মুখ খুললেন কোহলিদের স্যার

ওভালে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের জার্সিতে থাকবেন না জস বাটলার। জনি বেয়ারস্টো উইকেটকিপারের ভূমিকা সামলাবেন।

ভারতের দল নির্বাচনে দেখাট বিষয় একটাই- রবিচন্দ্রন অশ্বিনের প্রথম একাদশে জায়গা হয় কিনা! ওভালে চিরাচরিতভাবে স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন। তাই এই টেস্টে অশ্বিন ভারতের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন।

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড: জো রুট (ক্যাপ্টেন), মঈন আলি (ভাইস ক্যাপ্টেন), হাসিব হামিদ, রোরি বার্নস, জনি বেয়ারস্টো, জেমস আন্ডারসন, অলি রবিনসন, স্যাম বিলিংস, স্যাম কুরান, ড্যান লরেন্স, দাভিদ মালান, ক্রেগ ওভার্টন, অলি পোপ, ক্রিস ওকস, মার্ক উড

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Jos Buttler Cricket News England
Advertisment