/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/imgonline-com-ua-twotoone-PJRApd741Y1w_copy_1200x676.jpg)
ঐতিহাসিক টেস্টের আগে বড় খবর ভারতীয় ক্রিকেটে। দিন রাতের টেস্টের আগেই জানিয়ে দেওয়া হল, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নামকরণ করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। তৃতীয় টেস্ট খেলতে নামার আগে এই স্টেডিয়াম উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বতর্মানে একসঙ্গে ১ লাখ ১০ হাজার দর্শক খেলা দেখার বন্দোবস্ত রয়েছে মোতেরায়। তবে কোভিড প্রোটোকল মেনে মাত্র ৫৫ হাজার দর্শকে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে।
আরো পড়ুন: মোতেরায় মোদী! অমিত শাহ, প্রধানমন্ত্রীর ঢালাও প্রশংসা করেই মন খারাপ সৌরভের
BREAKING
World's Largest Cricket Stadium, renamed as 'Narendra Modi Stadium' - inaugurated by President Kovind in Ahmedabad, Gujarat@rashtrapatibhvn
@narendramodipic.twitter.com/DqXDeaVc9s— DD News (@DDNewslive) February 24, 2021
মঙ্গলবারই কিরেন রিজিজু বোর্ড সচিব জয় শাহের সঙ্গে মোতেরা স্টেডিয়াম পরিদর্শন করেন। তারপরেই সাংবাদিকদের তিনি বলে দেন, “মোতেরা শুধু বিশ্বের বৃহত্তম নয়, বিশ্বের অন্যতম সেরা-ও বটে। দর্শক এবং ক্রিকেটারদের জন্য বিশ্বমানের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা রয়েছে।”
৬৩ বিঘা জমির উপর ৮৩০ কোটি টাকা খরচ করে এই স্টেডিয়াম নির্মিত হয়েছে। মোট দর্শকাসনের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার। এর আগে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম ছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। দর্শক আসন ছিল ৯৩ হাজার। মাঠের এই দৈত্যাকৃতি আকার নিয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো-র তরফে বলা হয়েছে, ৩২টি অলিম্পিক সাইজের ফুটবল মাঠের সমান।
২০১৫ সালে মোতেরা স্টেডিয়াম পুনর্নির্মানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এই স্টেডিয়াম সাক্ষী থেকেছে অনেক ক্রিকেট কীর্তির। ১৯৮৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে সুনীল গাভাস্কার এই মাঠেই টেস্টে ১০ হাজার রানের মাইলফলক গড়েন। ১৯৯৪ সালে রিচার্ড হেডলিকে পেরিয়ে টেস্টের তৎকালীন সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি গড়েন কপিল দেব (৪৩২তম)।
অস্ট্রেলিয়ার স্থাপত্য সংস্থা পপুলাস মেলবোর্ন ক্রিকেট মাঠ নির্মাণ করেছিল। মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম নির্মাণের পিছনেও তাদের অবদান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন