/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/Ew1X3P_UUAI75Rx_copy_1200x676.jpeg)
রোহিত শর্মাকে কি আইপিএলে পাওয়া যাবে? তা নিয়েই আপাতত দুশ্চিন্তার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। মঙ্গলবার জোড়া চোট আছড়ে পড়েছে জাতীয় দলে। দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাঁধের হাড় সরে গিয়ে আইপিএলে কার্যত শেষ। শ্রেয়স আইয়ারের সঙ্গেই চোটের তালিকায় নাম লিখিয়েছেন রোহিত শর্মাও। বিসিসিআইয়ের তরফে মঙ্গলবারই শ্রেয়স আইয়ারের চোটের আপডেট দিয়ে দেওয়া হয়েছে। তবু রোহিতের বিষয়ে কিছু জানানো হয়নি।
সূত্রের খবর, বুধবারই রোহিতের চোটের স্টেটাস জানাতে পারে বোর্ড। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
মঙ্গলবার ২৮ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। ব্যাট করার সময়েই মার্ক উডের ডেলিভারি আছড়ে পড়ে রোহিতের ডান হাতের কনুইয়ে। তারপরেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। স্বল্প রানের ইনিংসেই রোহিত দু-বার ক্রিজে ফিজিওকে ডাকেন। তারপরে আর ফিল্ডিং করতে নামেননি।
আরো পড়ুন: জাতীয় দল নির্বাচনে পক্ষপাতিত্ব হচ্ছে, কোহলিকে ঠুকে ভয়ঙ্কর অভিযোগ শেওয়াগের
বোর্ডের সূত্রে খবর, রোহিতকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দরকার হলে স্ক্যান করতে নিয়ে যাওয়া হবে। শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচে হিটম্যান খেলতে পারবেন কিনা, তা জানা যাবে বুধবারই।
UPDATE - Shreyas Iyer subluxated his left shoulder in the 8th over while fielding. He has been taken for further scans and won't take any further part in the game.
Rohit Sharma was hit on the right elbow while batting and felt some pain later. He won't take the field.#INDvENGpic.twitter.com/s8KINKvCl4— BCCI (@BCCI) March 23, 2021
এর আগে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে গত আইপিএলে ৫ ম্যাচ খেলতে পারেননি রোহিত শর্মা। তারপর অস্ট্রেলিয়া সফরের সীমিত ওভারের সিরিজে রাখা হয়নি তাঁকে। তারপর কোয়ারেন্টাইন পর্ব সেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে খেলেন তিনি।
মুম্বইয়ের মতোর দশা দিল্লি ক্যাপিটালস দলের। ৪৮ ঘন্টা আগেই দলের তরফে ঘটা করে জানিয়ে দেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারই নেতৃত্ব দেবেন দলকে। তারপরেই একদিনের সিরিজে খেলতে নেমে বড় ধাক্কা।
সোশ্যাল মিডিয়ায় বোর্ডের তরফে বলা হয়, “অষ্টম ওভারে ফিল্ডিং করতে গিয়ে কাঁধের হাড় সরে গিয়েছে শ্রেয়স আইয়ারের। ওঁকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত ম্যাচে আর নামতে পারবে না শ্রেয়স।”
ইংল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারের ঘটনা। সেই সময় শার্দুল ঠাকুরের বলে সজোরে ড্রাইভ করেন জনি বেয়ারস্টো। সেই বল বাঁচাতে গিয়ে ড্রাইভ করেন শ্রেয়স। তারপরেই মারাত্মক চোটের শিকার হন তিনি। বাকি দুই ম্যাচে তো বটেই পুরো আইপিএলেই সম্ভবত খেলতে পারবেন না তারকা ক্রিকেটার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন