India vs England ODI: floodlight malfunction: ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে কটকের বারাবতী স্টেডিয়ামে রবিবার আচমকা অন্ধকার নেমে আসে। স্টেডিয়ামের ফ্লাডলাইট ঠিকমতো কাজ করছিল না। সেই সময় ভারত সদ্য ব্যাটিং করা শুরু করেছে। দুর্দান্ত ব্যাটিং করছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও অন্যতম ওপেনার শুভমান গিল। সেই সময়ই আলো কম থাকায় আচমকা ম্যাচ বন্ধ হয়ে যায়। আলোর জন্য প্রায় আধঘণ্টা ম্যাচ বন্ধ ছিল। এতে মুখ পুড়েছে আয়োজক, ওড়িশা ক্রিকেট সংস্থার। নাম ডুবেছে ওড়িশা রাজ্যের। যাতে ক্ষুব্ধ ওড়িশা সরকার।
প্রায় আধঘণ্টা ম্যাচ আলোর সমস্যায় বন্ধ ছিল। কেন বন্ধ থাকল ম্যাচ? এবার ওড়িশা ক্রিকেট সংস্থার (ওসিএ) কাছে এই ব্যাপারে জবাবদিহি তলব করল ওড়িশা সরকার। এই ম্যাচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করে ৩০৪ রান করে। ফ্লাডলাইডের সমস্যায় ম্যাচ ৩৫ মিনিট বন্ধ থাকার সময় ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। ফের ম্যাচ কখন শুরু হবে, তা নিয়ে শুরু হয় টানাপোড়েন। দর্শক থেকে ধারাভাষ্যকার, সবাই ছিলেন বিভ্রান্তিতে। বুঝতে পারছিলেন না ফের কখন ম্যাচ শুরু হবে। ভারতের ইনিংসের সেই সময় ৭ম ওভার। ৬ ওভার পেরিয়ে ১ম বল হয়ে গিয়েছে। একটা উইকেট না হারিয়েই ভারত ৪৮ রান তুলে ফেলেছে। সেই সময়ই আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যায়।
ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, সেই সময় স্টেডিয়ামের ছ'টি ফ্লাডলাইট স্ট্রাকচারের মধ্যে একটির সঙ্গে যুক্ত থাকা জেনারেটরটি বন্ধ হয়ে গিয়েছিল। তার ফলে এই বিপত্তি দেখা দেয়। এই ব্যাপারে ওড়িশা ক্রীড়া দফতর ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠিতে লিখেছে, 'ঘটনার জেরে ম্যাচ প্রায় আধঘণ্টা বন্ধ ছিল। তাতে খেলোয়াড় ও দর্শকরা অসুবিধার মধ্যে পড়েন। এই ঘটনায় কারা দোষী, কোন সংস্থা এই ঘটনার জন্য দায়ী, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য কী করতে হবে, তা বিস্তারিত জানাতে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বলেছে ওড়িশা সরকার।'
আরও পড়ুন- হ্যামস্ট্রিং সমস্যা, ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার পিভি সিন্ধুর
ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ১০ দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে। প্রায় ছ'বছর পর বারাবতী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হল। সেখানে এমন ঘটনা, ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যাচ আয়োজনের ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। বিষয়টি ওড়িশার রাজনীতিতেও প্রভাব ফেলেছে। বিরোধী বিজু জনতা দল (বিজেডি) অভিযোগ করেছে, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে ওড়িশার বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ।