PV Sindhu-Badminton Asia Mixed Team Championships: হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিলেন পিভি সিন্ধু। রবিবার তিনি জানান, গুয়াহাটিতে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করছিলেন। তারপরই তাঁর চোট ধরা পড়ে। আর, সেই কারণেই তিনি নাম প্রত্যাহার করতে বাধ্য হলেন। ভারত গত বিএএমটিসি (BAMTC)-তে ব্রোঞ্জ জিতেছিল।
আগামী ১১-১৬ ফেব্রুয়ারি চিনের কিংডাওয়ে হতে চলেছে ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ। সেই চ্যাম্পিয়নের জন্য তৈরি ভারতীয় দল থেকেই তাঁকে নাম প্রত্যাহার করতে হবে। সিন্ধু জানান, গুয়াহাটিতে ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে একটি টিম ট্রেনিং ক্যাম্পের সময় তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। এই চোট সেরে উঠতে তাঁর প্রত্যাশার চেয়েও বেশি সময় লাগবে বলেই চিকিৎসকরা জানিয়েছেন। সেই কারণেই তিনি নাম প্রত্যাহার করতে বাধ্য হচ্ছেন।
এই ব্যাপারে সিন্ধু রবিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'আমি ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে বিএএমটিসি ২০২৫ দলের সঙ্গে সফরে যাব না। ৪ তারিখ গুয়াহাটিতে অনুশীলনের সময়, আমি হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করি। দেশের স্বার্থে ট্যাপিং করেও আমি খেলা চালানোর চেষ্টায় ছিলাম। কিন্তু, এমআরআই (MRI) থেকে জানা গেছে যে আমার সেরে ওঠার জন্য প্রাথমিকভাবে যতটা সময় আশা করা হচ্ছিল, তার চেয়ে কিছুটা বেশি সময়ই লাগবে। দলের সাফল্যের প্রতি শুভকামনা রইল। আমি পাশে থেকে দলের সদস্যদের উৎসাহিত করব।'
গত বিএএমটিসি প্রতিযোগিতায় ভারত ব্রোঞ্জ জিতেছিল। সিন্ধুও সেই দলে ছিলেন। এবার ফের তিনি মহিলা সিঙ্গলসে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু, এবছরের শুরুতে ইন্ডিয়া ওপেনের আগে সিন্ধু জানান যে এবছর তাঁর প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি হল আঘাতমুক্ত থাকা। এই ব্যাপারে সিন্ধু দিল্লিতে বলেন, 'অলিম্পিকের পরে, লোকেরা জিজ্ঞাসা করে যে আমি পরবর্তী অলিম্পিকে খেলছি কি না। আঘাতমুক্ত থাকাটা গুরুত্বপূর্ণ। এটিই আমার প্রাথমিক লক্ষ্য। আমরা বেছে বেছে টুর্নামেন্টে খেলব।'
সিন্ধু দু'বারের অলিম্পিক পদকজয়ী। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী। তিনি জানান, বড় টুর্নামেন্টে পদকজয়ই এখন তাঁর লক্ষ্য। এই প্রসঙ্গে সিন্ধু বলেন, 'আমি মনে করি যে আমার এখনও অনেক কিছু পাওয়ার আছে। আমার মধ্যে পাওয়ার সেই আগুন আছে। এখন শুধু সময় আর ছন্দের ব্যাপার। আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিততে চাই। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জিততে চাই। আমাদের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের মত বড় টুর্নামেন্টও সামনে রয়েছে।'
সিন্ধুর অনুপস্থিতিতে, ভারতীয় মহিলা সিঙ্গলস দলের দায়িত্ব সম্ভবত মালবিকা বানসোডের কাঁধে থাকবে। মালবিকা বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের দ্বিতীয় স্থানে আছেন। সিন্ধুর পরিবর্তে অন্য কোনও খেলোয়াড় দলে ঢুকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ভারতকে ২০২৩ সালের রানার্স আপ দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিএএমটিসি-র গ্রুপ ডি (D)-তে রাখা হয়েছে। এই গ্রুপে ম্যাকাও তৃতীয় দল হিসেবে থাকছে। টিম ইন্ডিয়া ১২ ফেব্রুয়ারি ম্যাকাওয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এরপর ১৩ ফেব্রুয়ারি চিনের কিংডাওয়ের কনসন জিমন্যাসিয়ামে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ লড়াই রয়েছে ভারতের।
আরও পড়ুন- আহত ইংল্যান্ডের তারকা জ্যাকব বেথেল, তড়িঘড়ি দলে ঢুকলেন টম ব্যান্টন
ভারতীয় পুরুষ দল: লক্ষ্য সেন, এইচএস প্রণয়, সাত্ত্বিকসাইরাজ র্যাঙ্কিরেড্ডি, চিরাগ শেঠি, ধ্রুব কপিলা, এমআর অর্জুন, সতীশ কুমার কে।
ভারতীয় মহিলা দল: পিভি সিন্ধু (আঘাতের কারণে বাদ), মালবিকা বানসোড, গায়ত্রী গোপীচাঁদ, তৃষা জলি, অশ্বিনী পোনাপ্পা, তানিশা ক্রাস্টো, আদ্যা ভারিয়াথ।