New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/24/swp7lCydytKKaOL8tCPg.jpg)
India Vs England: ভারত ও ইংল্যান্ড ক্রিকেট দল। (ফাইল ছবি)
India Vs England: ভারত ও ইংল্যান্ড ক্রিকেট দল। (ফাইল ছবি)
India Vs England Playing 11 in Chennai 2nd T20I Match: প্রথম টি২০-তে হারের পর ইংল্যান্ড শনিবার চেন্নাইয়ে দ্বিতীয় টি২০-তে জেতার জন্য মরিয়া হয়ে উঠবে। বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে অত্যন্ত সম্মান করা হয়। কিন্তু, তারপরও ইডেনে প্রথম টি২০-তে দেখা গিয়েছে, ইংল্যান্ডের ব্যাটাররা স্পিন মোকাবিলা করতে পারেননি। বুধবার বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই এবং অক্ষর প্যাটেলের মতো স্পিনাররা ইংরেজ খেলোয়াড়দের চেপে ধরেছিলেন। উলটোদিকে, ইংল্যান্ডের ৪ ফাস্ট বোলারের আক্রমণ অনায়াসে সামলে দিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা। এক্ষেত্রে পিচ ম্যাচের তারতম্য গড়ে দিয়েছে বলেই ইংল্যান্ডের দাবি।
দলে রদবদল
কলকাতার পিচে দ্বিতীয় সিমার হিসেবে হার্দিক পান্ডিয়া ছিলেন। একমাত্র ফ্রন্টলাইন সিমার ছিলেন অর্শদীপ সিং। এনিয়ে নানা প্রশ্ন উঠেছিল। কিন্তু, ইডেনে স্পিনাররা যেভাবে ইংল্যান্ডের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন, তাতে যাবতীয় প্রশ্ন ধামাচাপা পড়ে গিয়েছে। আর, সেই কথা মাথায় রেখে চেন্নাইয়ে দলে রদবদল করছে না ভারত। এমনিতে চেন্নাইয়ের পিচে টিম ইন্ডিয়া বারবার সাফল্য পেয়েছে।
নতুন বলে অর্শদীপ
শুধু ইংল্যান্ডই না। ভারতীয় দলের স্পিনাররা অন্যান্য দলের বিরুদ্ধেও সাম্প্রতিক সময়ে সাফল্য পেয়েছেন। এই পরিস্থিতিতে পেসার অর্শদীপ সিং পাওয়ারপ্লেতে সাফল্য পেয়েছেন। প্রথম ম্যাচে তাঁর সুইং এবং ইয়র্কার সাফল্য এনে দিয়েছে। যা বুঝিয়ে দিয়েছে যে অর্শদীপ এখন পরিণত বোলার।
দলে রেহান আহমেদ
ইংল্যান্ড দল ইডেনে প্রথম ম্যাচে ৪ সিমারকে খেলিয়েছিল। চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচে তারা রেহান আহমেদকে দলে রাখতে চাইছে। রেহান তাঁর সংক্ষিপ্ত কেরিয়ারে এখনও পর্যন্ত বেশ ভালোই পারফরম্যান্স করেছেন।
আরও পড়ুন- ২য় ম্যাচ, পিচ থেকে বিরাট সাহায্য পাবে টিম ইন্ডিয়া?
সম্ভাব্য একাদশ
ভারত: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, অক্ষর প্যাটেল, নীতীশকুমার রেড্ডি/ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন/রেহান আহমেদ, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।