প্রথম টেস্টেও পাঁচ উইকেট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও পাঁচ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন মানেই স্পিনের ঘূর্ণি। আর রবিবারই তারকা স্পিনার হরভজন সিং-কে পেরিয়ে গেলেন, দেশের মাটিতে সর্বোচ্চ উইকেট দখল করার পরিসংখ্যানের নিরিখে।
লাঞ্চের আগেই দ্বিতীয় দিনে অশ্বিন ড্যান লরেন্স, ডম সিবলেকে আউট করেছিলেন। বেন স্টোকসকে আউট করার সঙ্গেই হরভজন সিংয়ের সবথেকে উইকেটসংখ্যা (দেশের মাটিতে ২৬৫) ছাড়িয়ে যান।
আরো পড়ুন: একি ক্যাচ নিলেন পন্থ! বিস্ময়ে থ স্টেডিয়াম, দেখুন ভিডিও
মাত্র ৪৫ টেস্টে অশ্বিনের।ঘরের মাঠে শিকার আপাতত ২৬৬। গড় ২২.৬৪। দেশের মাটিতে সবথেকে বেশি উইকেট দখল করার তালিকায় শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে (৬২ ম্যাচে ৩৫০)। তাঁর পরেই আপাতত দ্বিতীয়স্থানে উঠে এলেন অশ্বিন।
এদিন দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুভমান গিলের উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৪ তুলে ফেলেছে। ক্রিজে ব্যাটিং করছেন রোহিত শর্মা (২৫) এবং চেতেশ্বর পূজারা (৭)। ইংল্যান্ডের থেকে ভারত এগিয়ে ২৪৯ রানে।
তার আগে কোনরকমে ফলোঅন এড়িয়ে মাত্র ১৩৪ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ভারতের প্রথম ইনিংসে জবাবে ৩২৯ রানের জবাবে ১৩৪ রানে খতম ইংল্যান্ড। ১৯৫ রানের লিড নিল টিম কোহলি। কেরিয়ারের ২৯তম ৫ উইকেট নিলেন অশ্বিন। অভিষেকেই জোড়া উইকেট শিকার অক্ষর প্যাটেলেরও। ইশান্ত নেন ২ উইকেট। ইংল্যান্ডের ইনিংসে বেন ফোকস ৪২ রানে অপরাজিত থাকেন। তিনিই সর্বোচ্চ স্কোরার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন