Advertisment

ওজন কমিয়েছেন ৮ কেজি! অশ্বিনের সাফল্যের গুপ্ত রহস্য ফাঁস

নিজের ফিটনেসের রহস্য জানালেন রবিচন্দ্রন অশ্বিন। জানলেন কীভাবে ভবিষ্যৎ পরিকল্পনায় ওজন কমিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

১ কেজি কিংবা ২ কেজি নয়, রবিচন্দ্রন অশ্বিন ৮ কেজি ওজন কমিয়েছেন লকডাউনে। আর বাড়তি ওজন ঝরিয়ে ফেলেই বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কাছে আরো ত্রাসের সঞ্চার করেছেন তারকা স্পিনার।

Advertisment

সাম্প্রতিককালে যেমন চূড়ান্ত ছন্দে রয়েছেন, সেই ফর্মই ধরে রেখেছেন গোলাপি বলের টেস্টে। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট দখল করেছেন। তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন, "আগামী ৩-৪ বছর যাতে পুরোপুরি ছন্দে থাকতে পারি সেই কারণে লকডাউনে কঠোর পরিশ্রম করেছি। ৭-৮ কেজি ওজন ঝরিয়েছি। তারপর থেকেই আমার পারফরম্যান্স গ্রাফ ঊর্ধ্বমুখী।"

আরো পড়ুন: পিচ বিভ্রাটে আইসিসির হস্তক্ষেপ চাইলেন রুট! বিতর্ক বাড়ালেন ম্যাচের পরেই

জোফ্রা আর্চারকে আউট করার সঙ্গেই কেরিয়ারের ৪০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক গড়ে ফেলেছেন অশ্বিন। দ্রুততম ৪০০ উইকেট (৭৭ টেস্ট) শিকার করার নিরিখে তিনি আপাতত দ্বিতীয় স্থানে। শীর্ষে কিংবদন্তি মুথাইয়া মুরলিধরণ। চতুর্থ ভারতীয় হিসাবে এই কীর্তি গড়লেন অশ্বিন। তার আগে অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪), হরভজন সিং (৪১৭) ৪০০ উইকেটের ক্লাবে পৌঁছেছিলেন।

সেই মাইলফলকের পৌঁছনোর অভিজ্ঞতা জানাতে গিয়ে তারকা বলে দিয়েছেন, "অসাধারণ একটা মুহূর্ত। স্টেডিয়ামের সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানাছিল। জয়ে এটা কাজে এসেছে বলে আরো ভালো লাগছে।"

লকডাউনের পরে অশ্বিন চূড়ান্ত ছন্দে রয়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস, তারপর অস্ট্রেলিয়া সফর এবং চলতি ইংল্যান্ড সিরিজ- অশ্বিন সম্ভবত কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন।

একইভাবে অশ্বিন ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ মরশুমেও প্রশংসিত হয়েছিলেন সাফল্যের জন্য। তামিল তারকা ম্যাচের পরে বলে দিয়েছেন, "সবাই এখন একই প্রশ্ন করে চলেছে যেমনটা ২০২৫-১৬, ২০১৬-১৭ মরশুমে করেছিল। একটা বিষয় পরিষ্কার, আমি সবসময় উন্নতি করতে চেয়েছি। যদি ভবিষ্যতে আরো উন্নতি করি, তাহলে আমি অবাক হব না।"

বিরাট কোহলি সাধে বলেছেন, অশ্বিন হলেন বর্তমান প্রজন্মের কিংবদন্তি!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Ravichandran Ashwin Indian Cricket Team
Advertisment