Advertisment

অন্যায়ভাবে কাড়া হল পন্থের ৪ রান! ক্ষোভের মুখে বিতর্ক তুঙ্গে, দেখুন ভিডিও

কিছুক্ষণ পরে আর একবার পন্থকে আউট দেওয়া হয়। টম কুরানের শর্ট পিচড বল পুল করতে গিয়ে ওপরে উঠে যায়। সেই বল তালুবন্দি করেন জস বাটলার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অন্যায়ভাবে কার্যত কেড়ে নেওয়া হল ঋষভ পন্থের ৪ রান! ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওডিআই ম্যাচ চলাকালীনই পন্থ অন্যায়ের শিকার হলেন। প্রাপ্য ৪ রান বাতিল হল ঋষভের রান থেকে। কারণ ভুলবশত পন্থকে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন। যে সিদ্ধান্ত আবার বদলে গেল ডিআরএস নেওয়ার পরেই।

Advertisment

ভারতীয় ইনিংসের ৪০ তম ওভারের ঘটনা। কুরানের একটা ওভার পিচড বল রিভার্স সুইপ করতে গিয়েছিলেন পন্থ। তবে ব্যাটে বলে ঠিকমত সংযোগ ঘটাতে পারেননি তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। টম কুরান লেগ বিফোরের আবেদন করতেই হাত তুলে আউটের সিগন্যাল দেন আম্পায়ার। সঙ্গেসঙ্গেই পন্থ ব্যাটে হাতে ঠেকিয়ে রিভিউ নেন। তবে রিপ্লেতে দেখা যায় বলে প্যাডে লাগার আগেই ব্যাটের প্রান্ত ছুঁয়ে গিয়েছিল। যাইহোক, ইংল্যান্ড শিবির আবেদন করার সময়েই বল ইংরেজ উইকেটকিপার জস বাটলারকে টপকে বাউন্ডারি লাইন পেরিয়ে যায়।

আরো পড়ুন: সাপে নেই ভয়! কোহলিদের খেলা দেখার জন্য আশ্চর্য কীর্তি সুধীরের, চমকে গেল দেশ

ডিআরএস নিয়মে আউটের হাত থেকে বাঁচলেও, সেই ৪ রান আর যোগ হয়নি পন্থের রানের সঙ্গে। সঙ্গেসঙ্গেই প্রশ্ন ওঠে গিয়েছে ডেড বল-এর নিয়মের যৌক্তিকতা নিয়ে। ৪ রান যোগ না হওয়ায় পন্থেরও চোখে মুখে হতাশা নেমে আসে।

আইসিসি-র নিয়মে বলা হয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেটারের রিভিউ আবেদন পর্যালোচনা করার পরে যদি আউট নট আউটে বদলে যায়, তাহলে অরিজিনাল ডিসিশন নেওয়ার সময়েই বল ডেড হয়ে যাবে। এই নিয়মে আরো বলা হয়েছে, ব্যাটিং দল যখন ডিআরএস নিয়মে লাভবান হয়, তখন অনফিল্ড আম্পায়ারের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণের সময় যদি অতিরিক্ত রান ওঠে, তা বিবেচ্য হবে না।

পন্থ এই নিয়মের বলি হওয়ার সময় ধারাভাষ্যকাররাও বলে দেন, এই নিয়ম নিয়ে আরো ভালোভাবে ভাবতে হবে। টুইটারে আম্পায়ারের ভুলে যেভাবে পন্থকে হতাশ হতে হল, তাতে ক্ষোভ প্রকাশ করেছেন আকাশ চোপড়াও।

কিছুক্ষণ পরে আর একবার পন্থকে আউট দেওয়া হয়। টম কুরানের শর্ট পিচড বল পুল করতে গিয়ে ওপরে উঠে যায়। সেই বল তালুবন্দি করেন জস বাটলার। একইভাবে পন্থ রিভিউ নেওয়ার পর দেখা যায় বল হাত স্পর্শ করেছে।

আম্পায়ারের জোড়া ভুল সত্ত্বেও পন্থ ৪০ বলে ৭৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে যান। ভারতও স্কোরবোর্ডে ৩৩৬/৬ তোলে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rishabh Pant ICC England
Advertisment